"শুধু সে&ক্স করতে বিদেশ যায়....," টিম ইন্ডিয়াকে নিয়ে জাদেজা পত্নী রিভাবার মন্তব্যে তোলপাড় !! 1

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী ও গুজরাতের শিক্ষামন্ত্রী রিভাবা জাদেজার (Rivava Jadeja) সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। এক অনুষ্ঠানে তিনি ভারতীয় ক্রিকেটারদের আচরণ ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন যা সমাজ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। রিভাবার মতে, রবীন্দ্র জাদেজা পেশাগত কারণে লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়া – সহ বহু দেশে সফরে গেছেন। তবুও তিনি কখনও অনৈতিক বা ভুল অভ্যাসে জড়াননি। তাঁর দাবি, জাদেজা নিজের দায়িত্ব, পেশাদারিত্ব এবং শৃঙ্খলা খুব ভালোভাবে পালন করেন। তিনি এটাও অভিযোগ করেন যে, কিছু ভারতীয় ক্রিকেটাররা বিদেশ সফরে গিয়ে অসৎ অভ্যাসে লিপ্ত হয়ে পড়েন।

ভারতীয় খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন তুললেন জাদেজা পত্নী

কাডেজ জাদেজা
Rivaba Jadeja and Ravindra Jadeja | Image: Twitter

যদিও তিনি কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। তবে তাঁর তার পরেও এই মন্তব্যে ভারতীয় ক্রিকেটারদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। রিভাবার মন্তব্য অনুযায়ী, চাইলে জাদেজাও বাকিদের মতো খারাপ পথে যেতে পারতেন, কিন্তু তিনি নিজেকে সবসময় নিয়ন্ত্রিত ও সৎ রেখেছেন। রিভাবার পুরনো এক ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। জামনগরে অনুষ্ঠিত দীপসিংজি ধ্রোল ভায়াত রাজপুত হোস্টেলের বিদ্যা সম্মান অনুষ্ঠানে রিভাবা ভাষণ দিতে গিয়েছিলেন। মাদকাসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি তাঁর স্বামীর উদাহরণ টেনেছিলেন। রিভাবা সেখানে বলেন, “আমার স্বামীকে খেলার জন্য লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়ার মতন অনেক দেশেই ভ্রমণ করতে হয়। তবুও তিনি কখনও মাদকাসক্ত হয়ে পারেননি। দলের বাঁকি খেলোয়াড়রা সবাই কম বেশি ভুল কাজে লিপ্ত।” যদিও রিভাবা এটা স্বীকার করেছেন যে তাঁর কোনো বিধিনিষেধ নেই। তবুও জাদেজা এটা করেন না কারণ তিনি তাঁর দায়িত্ব বোঝেন।

Read More: “এক-দুই নয় ৭ ওয়াইড’এর পাহাড় গড়লেন আর্শদীপ সিং, রেগে লাল গৌতম গম্ভীর !!

রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন জাদেজা

Ipl
Ravindra Jadeja | Image: Twitter

প্রসঙ্গত, ভিডিয়োটি প্রায় এক মাস আগের। কিন্তু সম্প্রতি সমাজ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর আবার শোরগোল পরে গিয়েছে। অনেকে রিভাবার এই বয়ানকে বিতর্কিত বলে জানিয়েছেন। অন্যদিকে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) কথা বলতে গেলে তিনি ভারতীয় দলের অন্যতম প্রতিষ্ঠিত খেলোয়াড়। বর্তমানে টেস্ট ও ওডিআই ফরম্যাটে খেলতে দেখা যায় তাকে। ভারতের জার্সিতে একাধিক ম্যাচ উইনিং পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ব্যাট ও বল হাতে সমান পারদর্শী তিনি। আসন্ন আইপিএল নিলামের আগেই দল পরিবর্তন হয়েছে জাদেজার। সুপার কিংসের হয়ে নয় বরং রাজস্থান রয়েলস দলে ফিরেছেন তিনি। এই দলের হয়েই আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন জাদেজা। সমাজ মাধ্যমে গুঞ্জন আসন্ন আইপিএলে রাজস্থান দলের ক্যাপটেন্সিও করতে পারেন তিনি।

Read Also: “ডাহা ফেল গম্ভীরের সেনা…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে ট্রোলের মুখে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *