পাকিস্তানের তথ্য ফাঁস করায় PSL থেকে ব্যান হচ্ছেন এই বাংলাদেশি তারকা, দিতে হলো কোটি টাকা জরিমানা !! 1

ভারত ও পাকিস্তানের মধ্যে অন্তদ্বন্দ্বের ফলে বন্ধ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। পাশাপাশি পাকিস্তান সুপার লিগ (PSL 2025) বিদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা হলেও তা এখন স্থগিত রাখা আছে। পাকিস্তানের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা সকলের সামনে এনে বিপাকে পড়লেন বাংলাদেশি তারকা রিশাদ হোসেন (Rishad Hossain)। লাইভ ক্যামেরায় সতীর্থ ড্যারেল মিচেল (Daryl Mitchell) এবং টম কারানের (Tom Curran) ভয়াবহ মানসিক অবস্থার কথা জানান রিশাদ। বিমানবন্দরে দুই সতীর্থের ভয়াবহ অবস্থার কথা জানান রিশাদ।

সূত্রের খবর, পাকিস্তানকে নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করার জন্য রিশাদের উপর ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা রিশাদকে পাকিস্তান সুপার লীগ (PSL 2025) থেকেও ব্যান করার কথাও ভেবে নিয়ে ছিলেন। তবে রিশাদ ও তাঁর ফ্রাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেই তাকে সমাজ মাধ্যমে বিষয়টা ধামা চাপা দেওয়ার আর্জি জানিয়েছে। আসলে সতীর্থ স্যাম কারানকে নিয়ে রিশাদ বলেছিলেন যে, বিমানবন্দরে গিয়ে বিমানের দেখা না পাওয়ায় বাচ্চাদের মতো কেঁদেছিলেন কারান। আর অন্যদিকে কিউই অলরাউন্ডার মিচেল নাকি পণ করেছেন আর কোনোদিন পাকিস্তানে না যাওয়ার। রিশাদের এই বয়ানের পর উপর মহল থেকে চাপ আসতে থাকে।

Read More: “পাকিস্তানে আর যাবো না…” অঙ্গীকার মিচেলের, কেঁদে ভাসিয়েছিলেন কারান, PSL-এর দুঃসহ অভিজ্ঞতা জানালেন রিশাদ হোসেন !!

PSL থেকে ব্যান হচ্ছেন রিশাদ

Psl 2025
Rishad Hossain | Image: Getty Images

পাকিস্তান সুপার লীগ বন্ধ হওয়ার পর ঘরে ফিরেছেন তারকারা। রিশাদ তাঁর দেশে ফিরে বড় বিবৃতি দিয়েছেন। কারান ও মিচেলকে নিয়ে বয়ান দেওয়ার পর রিশাদ বাড়ি ফিরে অনুশোচনা বোধ করেন এবং তিনি বলেন, “আমি জানতে পেরেছি আমার করা কিছু মন্তব্য গণমাধ্যমে ভুল ব্যাখ্যায় বিভ্রান্তির জন্ম দিয়েছে। এই মন্তব্য গুলো দুবাই বিমানবন্দরে এক বাংলাদেশি সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকার ছিল। এখানে পুরো প্রসঙ্গ উঠে আসেনি, তবে অনিচ্ছাকৃতভাবে আবেককে তুলে ধরা হয়েছে।

রিশাদ দুঃখ প্রকাশ করে বলেছেন, “আমার কারনে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তার জন্য আমি দুঃখিত তাছাড়া আমি আমার সতীর্থ খেলোয়াড় স্যাম কারান এবং ড্যারেল মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা প্রার্থী। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে আমি আমার দল লাহোর কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি। আমরা যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াতে চাই। আবার যখন পাকিস্তান সুপার লীগ শুরু হবে তখন আমি আমার ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছি।

Read Also: RCB ভক্তদের মাথায় হাত, চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *