Rishabh Pant, ipl 2024
Rishabh Pant

IPL 2024: ক্রিকেটদুনিয়া এখন প্রহর গুণছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL)। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের সপ্তদশ মরসুম শুরু হতে বাকি এখনও মাসখানেক। আপাতত নিলাম নিয়েই রয়েছে যাবতীয় আগ্রহ। আগামী ১৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে রয়েছে ‘মিনি’ নিলাম। সব দলের কাছেই সুযোগ থাকছে নিজেদের স্কোয়াডের ফাঁকফোকর মেরামত করে নেওয়ার। পছন্দের খেলোয়াড়দের দলে নিয়ে আগামী মরসুমে ট্রফির জন্য ঝাঁপাতে মরিয়া সবকটি ফ্র্যাঞ্চাইজিই। ২৬ নভেম্বর রিলিজ-রিটেনশন তালিকাও প্রকাশ করে দিয়েছে তারা। জানিয়ে দিয়েছে কাদের ধরে রাখা হচ্ছে আগামী মরসুমের জন্য আর কারাই বা যাচ্ছেন বাতিলের খাতায়।

আইপিএলের শুরু থেকে অংশ নিলেও যে গুটিকয় ফ্র্যাঞ্চাইজি এখনও অবধি ট্রফির স্বাদ পায় নি সেই তালিকায় থাকবে দিল্লী ক্যাপিটালস (DC)। টুর্নামেন্টের গোড়ার দিকে তাদের নাম ছিলো দিল্লী ডেয়ারডেভিলস। পরে নাম বদলালেও ভাগ্য বদলায় নি। আসে নি খেতাব। গত মরসুমে তারকাখচিত দল করেছিলো তারা। কোচ হিসেবে ছিলেন রিকি পন্টিং (Ricky Ponting), ডায়রেক্টর পদে দিল্লী নিয়োগ করেছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু লীগ টেবিলে মাত্র ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করেছে তারা। বারবার অনুভূত হয়েছিলো অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant)অনুপস্থিতি। আগামী ১৯ তারিখের নিলামের জন্য আপাতত দিল্লীর (DC) হাতে রয়েছে ২৮.৯৫ কোটি টাকা। দলে ফাঁকা স্লটের সংখ্যা ৯। এই শূন্যস্থান পূরণ করতে বদ্ধপরিকর কর্মকর্তারা। এবার আটঘাট বেঁধেই ময়দানে নামছেন তাঁরা। ২০২৪ মরসুমের জন্য এই লড়াইতে তারা পাশে পাচ্ছেন অধিনায়ক ঋষভকেও।

Read More: IPL 2024: এইপিএলের আঙিনায়ক চমক দিতে এই ৩ খেলোয়াড়ের দিকে হাত বাড়াবে পাঞ্জাব, খরচ করবে কোটি কোটি টাকা !!

IPL নিলামে থাকছেন ঋষভ পন্থ-

David Warner and Rishabh Pant | IPL 2024 | Image: Getty Images
David Warner and Rishabh Pant | Image: Getty Images

গত বছরের ৩০ ডিসেম্বর সকালে ভারতবাসীর ঘুম ভেঙেছিলো এক ভয়াবহ দুঃসংবাদ দিয়ে। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) দিল্লী থেকে উত্তরাখণ্ডের রুরকিতে নিজের বাড়ি ফেরার পথে এক সড়ক দুর্ঘটনার শিকার হন। হাইওয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় ঋষভের গাড়িটি। সাথে সাথেই তাতে আগুন ধরে যায়। কোনোক্রমে সামনের কাঁচ ভেঙে বেরিয়ে আসতে পারায় প্রাণে রক্ষা পেয়েছিলেন ঋষভ (Rishabh Pant)। কিন্তু গুরুতর চোট এড়াতে পারেন নি তিনি। তাঁর চোখের পাশে, পিঠে, পায়ে গভীর ক্ষত তৈরি হয়। হাঁটুর লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

প্রথম দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে শুরু হয়েছিলো চিকিৎসা। পরে ভারতীয় বোর্ডের তত্ত্বাবধানে মুম্বই উড়িয়ে আনা হয় তাঁকে। সেখানেই হয় অস্ত্রোপচার। নিজের পায়ে হাঁটার অবস্থা ছিলো না তাঁর। ক্রাচে ভর দিয়ে ঋষভের (Rishabh Pant) হাঁটাচলার ভিডিও এসেছিলো প্রকাশ্যে। গত মরসুমে আইপিএল (IPL) খেলতে পারেন নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিশ্বকাপের মত প্রতিযোগিতাতেও অংশ নিতে পারেন নি চোটের জন্য। বেঙ্গালুরুর  ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ রিহ্যাব চলে ঋষভের। এক বছর মাঠের বাইরে থাকার পর অবশেষে ধীরে ধীরে সুস্থতার পথে তিনি।

গতকালই ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে আগামী আইপিএলে তাঁর মাঠে ফেরার সমূহ সম্ভাবনা। ঋষভ না থাকায় ২০২৩ সালে দিল্লী ক্যাপিটালসের (DC) অধিনায়কত্ব সামলেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। পুরো ফিট থাকলে নেতার ভূমিকায় ফিরছেন ঋষভই। ফ্র্যাঞ্চাইজি চাইছে নিজের মত করে দল গুছিয়ে নিন তিনি। তাই দল গঠনে তাঁর মতামতকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংবাদমাধ্যম স্পোর্টস তক সুত্রে জানা গিয়েছে যে নিলামে দিল্লী ক্যাপিটালস টেবিলে বসবেন ঋষভ। দিনকয়েক আগে উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) নিলাম টেবিলে দিল্লীর প্রতিনিধিত্ব করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আইপিএল নিলামেও থাকতে পারেন তিনি।

Also Read: IPL 2024: আসন্ন নিলামে কোনো দলই আগ্রহ দেখাবে না এই দুই তারকা ক্রিকেটারের উপর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *