Rishabh Pant: আইপিএল ২০২৫’এর মঞ্চ বেশ জমে উঠেছে। আগামীকাল আইপিএলের মেগা মঞ্চে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস। কলকাতার ইডেন গার্ডেন্সে দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল গত রবিবার ৬ এপ্রিলে। তবে, রামনবমী থাকার কারণে এদিনের ম্যাচের সূচি পরিবর্তন করেছিল আইপিএল কতৃপক্ষ। এদিন, প্রয়োজনীয় পুলিশ দিতে পারবে না বলে আগেই CAB’কে জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ। যে কারণে ম্যাচের সূচি পরিবর্তন করে মঙ্গলবার ৮ এপ্রিল রাখে। ইডেনে নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত লখনৌ সুপার জায়ান্টস। ইতিমধ্যেই তারা ইডেনে পৌঁছে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন।
TMC নেত্রীর সঙ্গে দেখা গেল পন্থকে

তবে এই মেগা ম্যাচের আগেই খবরের শিরোনামে উঠে আসলেন লখনৌ দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। রাজনৈতিক দলের এক জনপ্রিয় নেত্রীর সাথে খবরের শিরোনামে উঠে এসেছেন পন্থ। এক তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে ডিনারে মজে থাকতে দেখা গেল ঋষভ পন্থকে (Rishabh Pant)। সাধন পান্ডের কন্যা তথা তৃণমূল নেত্রী শ্রেয়া পান্ডের (Shrreya Pande) সঙ্গে নৈশভোজ সারলেন পন্থ যা শেয়ার হওয়া মাত্রই বেশ ভাইরাল সেই ছবি। রবিবার রাতে নিজের সমাজমাধ্যমে দু’টি ছবি শেয়ার করেন শ্রেয়া। পন্থের সঙ্গে দুটি সেলফি তুলেছেন তিনি। কালো রঙের ড্রেসে ধরা দেন শ্রেয়া এবং পন্থের পরনে ছিল আকাশি নীল রঙের সিল্কের শার্ট। ক্যাপশনে শ্রেয়া লেখেন, ‘যখন ডিনারের সময় ঋষভ পন্থ সেলফি তোলে। দু’জন আমিষাশী মানুষ মজেছে নিরামিষ খাবারে।’
Read More: ফিল সল্টের অবিশ্বাস্য ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন দিপক চাহার, ভিডিও ভাইরাল !!
এমনকি, সোমবার জামসেদপুরের মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস, এদিন যুবভারতিতে হাজির হয়েছিলেন দল মালিল সঞ্জীব গোয়েঙ্কা। সঞ্জীব আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস দলেও মালিক, সেই সুবাদে আজ মাঠে হাজির হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আর এদিন পন্থকে তাঁর বান্ধবী শ্রেয়ার সাথে দেখতে পাওয়া গিয়েছিল। দুজনেই এই ম্যাচ বেশ উপভোগ করেছেন। ম্যাচ শেষে শ্রেয়া একটি সাক্ষাৎকারে জানান, “ঋষভ ভীষণ খুশি। মোহনবাগান ফাইনালে ওঠায় দারুণ আনন্দ পেয়েছেন তিনি। আমরা প্রথম পর্বে হেরে ছিলাম, সেখান থেকে এই কামব্যাক এককথায় অবিশ্বাস্য। আইপিএল ম্যাচের আগে মোহনবাগানের জয় দেখে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে মাঠ ছেড়েছেন ঋষভ।“
সংবাদমাধ্যমে বেশ চর্চায় থাকেন পন্থ

এই প্রথম ঋষভ তার সম্পর্কের বিষয়ে চর্চায় উঠে আসেননি। আগেও, বলিউডের নামকরা অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তবে, ঋষভ পন্থ (Rishabh Pant) ঈশা নেগী নামক এক ইন্টিরিয়র ডিজাইনার তথা উদ্যোগপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন। সূত্রের খবর খুব শীঘ্রই তারা সাত পাক ঘুরতে চলেছেন।
অন্যদিকে, ঋষভ পন্থের (Rishabh Pant) কথা বলতে গেলে এবারের আইপিএলে ২৭ কোটি টাকায় লখনৌ সুপার জায়ান্টস দলে এন্ট্রি হয়েছিল তার। তার নেতৃত্বে এই মৌসুমে লখনৌ মোট চারটি ম্যাচ খেলেছে। দুই ম্যাচে জয় এসেছে লখনৌয়ের। যদিও ব্যাট হাতে এই টুর্নামেন্টে সম্পূর্ণরূপে ব্যার্থ হয়েছেন পন্থ, চার ইনিংসে পন্থ ৪.৭৫ গড়ে এবং ৫৯.৩৮ স্ট্রাইক রেটে কেবলমাত্র ১৯ রান বানিয়েছেন। ইডেনে আগামীকালের ম্যাচে পন্থের বিরুদ্ধে বড় নক দেখার আশায় থাকবেন ভক্তরা।