ক্রিকেট থেকে অবসরের পথে ঋষভ পন্থ, নতুন ভূমিকায় গড়বেন ক্যারিয়ার !! 1

Rishabh Pant: অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের মহা ম্যাচে পরাস্ত করে মেগা ফাইনালে যোগ্যতা অর্জন করলো। হয় ভোল্টেজ ম্যাচে আবার একবার বিরাট কোহলি (Virat Kohli) তাঁর জাত চেনালেন। প্রথমে ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া দল ২৬৪ রান বানিয়েও ফেলে ভারতীয় দলের দুর্ধর্ষ বোলিং লাইন আপের সামনে। জবাবে ব্যাটিং করতে এসে বিরাট কোহলির ব্যাট থেকে ৯৮ বলে ৫টি চারের বিনিময়ে ৮৪ রানের এজটি ঝকঝকে ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল। গতকাল কাঙ্গারুদের বিরুদ্ধে ভারতীয় দল নিউজিল্যান্ড ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছিল। গতকাল ম্যাচেও সুযোগ হয়নি ঋষভ পন্থের (Rishabh Pant), শেষবার তাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিতে ব্যাটিং করতে দেখা গিয়েছিল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাননি পন্থ

Rishabh pant
Rishabh Pant | Image: Getty Images

ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল, ভারতীয় স্কোয়াডের ১৬ জন তারকার মধ্যে ১৫ জন সেই সিরিজে খেলার সুযোগ পেলেও ঋষভ পন্থ (Rishabh Pant) সেই সিরিজে দলে জায়গা করে নিতে পারেননি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভারত চারটি ম্যাচ খেলে ফেলেছে যেখানে বেঞ্চে বসেই সময় কাটছে পন্থের। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর মন্তব্য করে বলেছিলেন ওডিআই ফরম্যাটে ভারতের এক নম্বর উইকেট কিপার হলেন কেএল রাহুল (KL Rahul) এবং তাকেই সব ম্যাচে খেলানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও রাহুলকে নিয়ে বড় বয়ান দিয়েছিলেন গৌতম। মন্তব্য করে তিনি বলেন, “এক দিনের ক্রিকেটে কেএল রাহুলের গড় ৫০-এর কাছাকাছি। লোকে দল নির্বাচন নিয়ে কি বলছে সে বিষয়ে পাত্তা দেয়না। আমার কাজ ১৪০ কোটি ভারতবাসী এবং সাজঘরে আমার ক্রিকেটারদের প্রতি সৎ থাকাই। মানুষ কি বললো তা নিয়ে বেশি ভাবছি না।

বেঞ্চে বসেই চ্যাম্পিয়ন্স ট্রফি কাটাতে হবে পন্থকে

Virat Kohli and Rishabh Pant
Virat Kohli and Rishabh Pant | Image: Getty Images

রাহুলের বদলে পন্থের আপাতত এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ নেই। এই মুহূর্তে সমাজ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে যে ভিডিওতে ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে (Rishabh Pant) ক্যামেরা নিয়ে ফটো তুলতে দেখা যাচ্ছে। এক কথায় তাকে ফটো গ্রাফি করতে দেখা যাচ্ছে। ভক্তদের ধারণা এবার পন্থ হয়তো দলে সুযোগ না পেয়ে ফটোগ্রাফির কাজ করবেন। পন্থ, ভারতের জার্সিতে ৪৩টি টেস্ট, ৩১টি ওডিআই এবং ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৪২.১১ গড়ে ২৯৪৮ রান, ওডিআই ফরম্যাটে ৩৩.৫ গড়ে ৮৭১ রান এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩.২৫ গড়ে ১২০৯ রান বানিয়েছেন।

Read Also: Rishabh Pant: পন্থের টানে দুবাইতে হাজির উর্বশী রাউতেলাও? স্টেডিয়ামেই কাটলেন জন্মদিনের কেক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *