IPL 2025: আজ লখনউয়ের বিপক্ষে মহেন্দ্র সিং ধোনি প্রথম থেকেই আক্রমনাত্মক ভূমিকা পালন করেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক টসে জিতে বিপক্ষদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে পাঠান। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এইরকম পরিস্থিতিতে ঋষভ পান্থ ৪৯ বলে ৬৩ রান সংগ্রহ করে দলকে ভরসা দেন। এর ফলে লখনউ ১৬৭ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয়।
Read More: IPL 2025: বিশাল সমস্যায় দিল্লি ক্যাপিটাল্স, গুরুতর চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক !!
দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে শাইক রশিদের সঙ্গে রাচিন রবীন্দ্র আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং শুরু করেন। এরপর শিবম দুবে এবং মহেন্দ্র সিং ধোনি দলের হাল ধরেন। দুবে ৩৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ধোনির ১১ বলে অপরাজিত ২৬ বলে ভর করে চেন্নাই সুপার কিংস লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। এর ফলে ৫ ম্যাচে ধারাবাহিকভাবে হারের পর জয়ের মুখ দেখলো ৫ বারের চ্যাম্পিয়নরা।
ফলে চেন্নাই সুপার কিংসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমর্থকরা। অন্যদিকে সমালোচনার মুখে পড়েছেন লখনউ অধিনায়ক ঋষভ পান্থ। একজন ক্রিকেটার সমর্থক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আইপিএলে সবচেয়ে বড়ো জালি ক্রিকেটার ঋষভ পান্থ। ভাগ্যের জন্য তিনি এতোদিন পুরান এবং বোলারদের ওপর ভর করে জিতেছিলেন। আজকের পরাজয়ের জন্য দায়ী ঋষভ।” আবার একজন কটাক্ষ করে লিখেছেন, “আবার আজ সঞ্জিব গোয়েঙ্কা পান্থের ক্লাস নেবেন।”
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী উল্লেখ্য করেছেন, “২০০ শতাংশ সহানুভূতি, ৩০০ শতাংশ বিজ্ঞাপন কিন্তু কাজের কাজ শূন্য। ঋষভ পান্থের আসলে রূপ বেড়িয়ে এসেছে।” “এতো ফালতু অধিনায়ক কোনোদিন দেখিনি”, বলেও ক্রিকেট ভক্তরা কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন।