IPL 2025: আজ লখউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে ঘরের মাঠ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছে। ঋষভ পান্থের নেতৃত্বে প্রথম থেকেই তারা আক্রমনাত্মক লড়াই শুরু করবেন বলে মনে করছিলেন সমর্থকরা। ম্যাচে পাঞ্জাব কিংস প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারেই ওপেনার মিচেল মার্শ শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। ফলে এইরকম গুরুত্বপূর্ণ সময় ঋষভ পান্থ দলের হাল ধরবেন বলে মাঠে প্রবেশ করেন
আবারও ব্যট হাতে ব্যর্থ পান্থ-

কিন্তু আজও তিনি ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। ম্যাচের পঞ্চম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের করা বলে যুজবেন্দ্র চাহালকে সহজ ক্যাচ দিয়ে বসেন পান্থ। লখনউ অধিনায়ক মাত্র ২ রানে আউট হয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়েছেন। এর আগে চলমান টুর্নামেন্টর প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শূন্য রানে এবং দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র ১৫ রানে আউট হয়ে দলকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন এই তারকা। উল্লেখ্য আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার পান্থ। তাকে এই বছর আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকার রেকর্ড দামে লখনউ দলে নেয়।
সমালোচনার মুখে পড়েছেন পান্থ-
আজকে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর ঋষভ পান্থকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ক্রিকেট ভক্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, “টি-টোয়েন্টিতে ঋষভ পান্থ সবচেয়ে বড়ো জালি ক্রিকেটার। সঞ্জিব গোয়েঙ্কা একজন জোকার তাই তিনি ঋষভ পান্থকে ২৭ কোটি টাকা দিয়ে আইপিএলে কিনেছেন।” সঞ্জিব গোয়েঙ্কাকে নিয়ে অনেকেই মজা করছেন। একজন মজা করে লিখেছেন, “আমি খুশি যে ঋষভ পন্থ গোয়েঙ্কার ২৭ কোটি টাকা লুট করে ফিরছেন।” জাতীয় টি-টোয়েন্টি দল থেকে ঋষভ পন্থকে বাইরে করে দেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গটি টেনে নিয়ে আসছেন অনেকেই। একজন উল্লেখ করেছেন,“টি-টোয়েন্টি ফরম্যাট থেকে এই প্রতারক ব্যাটসম্যানকে সরিয়ে দেওয়ার জন্য ক্রিকেট ভক্তদের গৌতম গম্ভীরের কাছে কৃতজ্ঞ থাকা উচিত।'”
ঋষভ পান্থকে নিয়ে ট্যুইট চিত্র-
I'm happy that my Rishabh Pant has looted that Goenka's 27 crores. 😍 #LSGvsPBKS pic.twitter.com/jrOtpfY43r
— Kunal Yadav (@Kunal_KLR) April 1, 2025
Rishabh Pant is the biggest fraud in the t20 and noone can change that.
Sanjiv Goenka is clown that's why he has paid 27 crore to him in this format. pic.twitter.com/EjCvDIHgKW
— Sujeet Suman (@sujeetsuman1991) April 1, 2025
His baniya buddhi is already calculating the per ball cost of buying Rishabh Pant pic.twitter.com/ubQpw8TQHP
— Sagar (@sagarcasm) April 1, 2025
Rishabh Pant is the most overrated batter in T20s. No consistency, no impact—just pure hype.
— Dheeraj Singh (@Dheerajsingh_) April 1, 2025
Requesting BCCI to drop Rishabh Pant from Central Contract. He is not even the Top 10 wicketkeeper in India right now. @GautamGambhir @imAagarkar pic.twitter.com/VY7yVbIIVJ
— Anurag™ (@Samsoncentral) April 1, 2025
Everyone should be grateful to Gautam Gambhir for removing fraud player Rishabh Pant from T20is pic.twitter.com/uyevweW1Vv
— Chinmay Shah (@chinmayshah28) April 1, 2025
Sanjiv Goenka watching Rishabh Pant pic.twitter.com/7TCKghlIAs
— ICT Fan (@Delphy06) April 1, 2025