rishabh-pant-triple-century-in-ranji

ঋষভ পন্থের (Rishabh Pant) আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের বয়স বেশী নয়। কিন্তু এর মধ্যেই ভারতের সেরা উইকেটরক্ষক-ব্যাটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। তিন ফর্ম্যাটেই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) আদর্শ উত্তরসূরি হয়ে উঠবেন পন্থ, আশায় ক্রিকেট প্রেমীরা। অনেকের মতে টেস্টে ইতিমধ্যে ধোনি’র লেগ্যাসিকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যেভাবে একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে ভারতকে টেস্ট ম্যাচ জিতিয়েছিলেন, তেমন নজির ক্রিকেট ইতিহাসে বিশেষ নেই বলে দাবী অনুরাগীদের। লড়াকু মানসিকতার প্রমাণ বারবার দিয়েছেন তিনি। ২০২২-এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েও ঘুরে দাঁড়িয়েছেন, আবার নেমেছেন মাঠে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের ময়দানে দেখা যাবে তাঁকে। তার আগে ফিরে দেখা রঞ্জির আসরে তাঁর দুর্দান্ত একটি ইনিংস।

Read More: IPL 2025: কোনো মূল্যেই শ্রেয়স’কে ছাড়ছে না KKR, সোশ্যাল মিডিয়া পোস্টে মিললো প্রমাণ !!

মহারাষ্ট্রের বিরুদ্ধে ত্রিশতক ঋষভের-

Rishabh Pant | Image: Twitter
Rishabh Pant | Image: Twitter

২০১৬/১৭ মরসুমের রঞ্জি ট্রফির ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র। বড় রান তোলে তারা। জবাবে ব্যাটিং করতে নামা দিল্লী’র হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। পছন্দের পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। উন্মুক্ত চাঁদ (Unmukt Chand), মোহিত শর্মা (Mohit Sharma) ও নীতিশ রাণা (Nitish Rana) ফিরে গিয়েছিলেন প্যাভিলিয়নে। বাইশ গজে ধ্রুব শোরের (Dhruv Shorey) সাথে প্রথমে জুটি বাঁধেন তিনি। তারপর গোটা ইনিংস জুড়ে দেখা যায় ‘ওয়ান ম্যান শো।’

ঋষভের ব্যাটিং বিক্রমে দিশাহারা হয়ে পড়েছিলেন মহারাষ্ট্রের বোলার’রা। ঝড়ের গতিতে রান তোলেন দিল্লীর উইকেটরক্ষক-ব্যাটার। ওয়াংখেড়ের লাল মাটির পিচে ত্রিশতক পেরোতে বেশী সময় নেন নি তিনি। শেষমেশ সত্যজিৎ বাচ্চাভের (Satyajeet Bacchav) বলে স্টাম্পড হয়ে যখন থামেন, তখন তাঁর নামের পাশে ৩২৬ বলে ৩০৮ রান। ৯৪.৪৭ স্ট্রাইক রেটে ৪২টি চার ও ৯টি ছক্কা সেদিন মেরেছিলেন তিনি। প্রথম শ্রেণির খেলায় এখনও এটাই ঋষভের সর্বোচ্চ স্কোর।

ম্যাচ ড্র, তিন পয়েন্ট পেলো মহারাষ্ট্র-

Swapnil Gugale and Ankit Bawne | Image: Twitter
Swapnil Gugale and Ankit Bawne | Image: Twitter

ঋষভ পন্থের (Rishabh Pant) ধুন্ধুমার ৫৯০ রান সত্ত্বেও মাত্র ১ পয়েন্ট সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছিলো দিল্লীকে। গ্রুপ-বি’র খেলায় প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে মহারাষ্ট্র। নভদীপ সাইনি, পারবিন্দর আওয়ানা, মনন শর্মা’র মত চেনা মুখেরা ছিলেন দিল্লীর বোলিং লাইন-আপে, তবুও মাত্র ২ উইকেট হারিয়ে ৬৩৫ রান স্কোরবোর্ডে তুলে ফেলে মহারাষ্ট্র। তাদের হয়ে ৫২১ বলে ৩৩১* রান করেন অধিনায়ক স্বপ্নীল গুগালে (Swapnil Gugale)।

হর্ষদ খাড়িওয়ালে ও চিরাগ খুরানা রান না পেলেও অঙ্কিত বাওনে (Ankit Bawne) করেন অপরাজিত ২৫৮ । জবাবে ব্যাট করতে নামা দিল্লীর হয়ে ঋষভের ৩০৮ ছাড়াও উল্লেখযোগ্য স্কোর ছিলো ধ্রুব শোরে’র। ৭১ রান করেন তিনি। এছাড়াও ৪৪ রানের ইনিংস খেলেন নীতিশ রাণা। প্রথম ইনিংস থামে ৫৯০ রানে। ৪৫ রানের লিড পায় মহারাষ্ট্র। শেষ দিনে বিনা উইকেটে তারা যখন ৫৮, তখন সমাপ্ত হয় ম্যাচ। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পায় মহারাষ্ট্র।

ঋষভ পন্থের কেরিয়ার পরিসংখ্যান-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

ভারতের হয়ে ২০১৭ সালে প্রথম টি-২০ খেলেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর ওডিআই ও টেস্ট অভিষেক হয় ২০১৮ সালে। এখনও অবধি ৩৩টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৪৩.৬৭ গড়ে মোট রান সংখ্যা ২২৭১। ৫টি শতরান ও ১১টি অর্ধশতক করেছেন তিনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতে তিন অঙ্কের গণ্ডী পেরোনোর নজির গড়েছেন ইতিমধ্যেই। ওয়ান ডে’তে দেশের প্রতিনিধিত্ব করেছেন ৩১ ম্যাচে। রান সংখ্যা ৮৭১। ৩৩.৫০ ব্যাটিং গড়। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে। অর্ধশতক রয়েছে ৫টি। এখনও অবধি কুড়ি-বিশের ক্রিকেটে নিজের প্রতিভার প্রতি সুবিচার করে উঠতে পারেন নি ঋষভ (Rishabh Pant)। ৭৬ ম্যাচে তাঁর রান সংখ্যা মাত্র ১২০৯। গড় ২৩.২৫। অর্ধশতরান কেবল তিনটি। যদিও টি-২০ বিশ্বকাপ জিতেছেন ভারতের হয়ে। আইপিএলে দিল্লী ক্যাপিটালসের হয়ে ১১১ ম্যাচে করেছেন ৩২৮৪ রান। ১টি শতক ও ১৮টি অর্ধশতক রয়েছে।

Also Read: IPL 2025: ‘কিং মেকার’-এর রোষানলে হার্দিক পান্ডিয়া, ছাড়তে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *