২০২৩ সালের ক্রিকেট বেশ জমেই উঠেছে। একেরপর এক টুর্নামেন্ট দর্শকদের উৎসাহী করে তুলছে। তবে, এবছর সবথেকে বড় টুর্নামেন্ট হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (WC 2023)। এবার ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ, যার ফলেই ভারতীয় দর্শকদের মধ্যে বেড়েই চলেছে উন্মাদনার ঢেউ। এবছর ১০ টি দলকে নিয়ে শুরু হবে বিশ্বকাপ এবং শীর্ষ ৪টি দল সেমিফাইনালের দৌড়ে টিকে থাকবে। তবে, এবছর প্রত্যাশা থাকবে টিম ইন্ডিয়ার উপর। যদিও, এই বিশ্বকাপ জিততে ভারতীয় দলকে করতে হবে কঠোর পরিশ্রম এমনকি এমন একজন প্লেয়ারকেও দরকার যিনি ‘যুবরাজ সিংয়ের’ (Yuvraj Singh) ভূমিকা পালন করতে পারেন।
Read More: WI vs IND: অভিষেক টেস্টেই শচীন-কাম্বলিকে পিছনে ফেলে দিলেন যশস্বী, গড়লেন এই বিরল নজির !!
পান্থ হয়ে উঠবেন নতুন যুবরাজ

যুবরাজ সিংয়ের ভূমিকা গ্রহণ করতে পারেন ভারতীয় দলের ড্যাসিং ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্স বেশ অসাধারণ, তবে ২০২২ সালের ৩০ ডিসেম্বর তিনি গভীর রাতে দিল্লি থেকে দেরাদুনের উদ্দেশ্যে রওনা হন। গাড়িটি একাই ড্রাইভ করছিলেন তিনি, তবে গাড়ি চালাতে চালাতে তার চোখ লেগে আসে, যখন তার ঘুম ভাঙে তখন তার গাড়িটি ডিভাইডারে ধাক্কা দেয়, সাথে সাথেই তার গাড়িতে আগুন লেগে যায়, হাসপাতালে ভর্তি করার পর জানা যায় লিগামেন্ট ছিড়ে যায় পন্থের। তবে, বর্তমানে অস্ত্রোপচার সফল হয়ে তাকে ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (NCA) দেখা যাচ্ছে। এমনকি তাকে বিনা কোনো সাহায্য ছাড়াই হাঁটতে দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই জাতীয় দলে দেখা যাবে তাকে। এমনকি বিশ্বকাপ ২০২৩-সালে (WC 2023) তার প্রত্যাবর্তন দেখা যাবে।
ঋষভের ক্রিকেট ক্যারিয়ার

তবে, ঋষভ হয়ে উঠবেন ভারতের যুবরাজ সিং। আসলে, ২০১১ বিশ্বকাপ চলাকালীন যুবরাজ সিং ক্যানসার রোগে আক্রান্ত হয়েছিলেন এবং দেশের হয়ে প্রাণ দিতেও প্রস্তুত ছিল। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসেবেও বিবেচিত হন যুবরাজ তবে অন্যদিকে, মাত্র ২৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ নামডাক রয়েছে পন্থের। গাড়ি দুর্ঘটনায় গভীরভাবে চোট পেয়ে তিনিও রয়েছেন দলের বাইরে। এই পরিস্থিতিতে তিনিও কঠিন পরিশ্রম চালাচ্ছেন জাতীয় দলে ফিরে আসার। তিনি দলে ফিরে আসলে দলের মিডিল অর্ডারে ব্যাটিং করতে পারেবন ফলে দলের একাদশ অনেকটা মজবুত হবে। পাশাপশি, ৪ বা ৫ নম্বরে তাকে ব্যাটিং করতে দেখা যাবে যেমনটি যুবরাজকে ২০১১ সালে করতে দেখা গিয়েছিল। তার এই ছোট ক্যারিয়ারে ঋষভ পন্থ, ৩২ টেস্ট ম্যাচে ২১৬৯ রান করেছেন তিনি, ৩০ ওডিআই ম্যাচে ৮৬৫ রান করেছেন ও ৬৬ টি টোয়েন্টি আই ম্যাচে ৯৮৭ রান করেছেন পন্থ ও আইপিএলে বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব করছেন ঋষভ, ব্যাট হাতে করেছেন ৯৮ ম্যাচে ২৮৩৮ রান।