সময়টা ভালো কাটছে না ঋষভ পন্থের (Rishabh Pant)। অনেক আশা নিয়ে মেগা নিলাম থেকে তাঁকে সই করিয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ২৭ কোটি টাকার রেকর্ড মূল্য দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের আসনেও বসানো হয় তাঁকে। কিন্তু যে পারফর্ম্যান্স প্রত্যাশিত ছিলো ঋষভের (Rishabh Pant) থেকে, বাস্তবে তার সিকি ভাগেরও দেখা মেলে নি এবারের আইপিএলে। ১২ ইনিংসে মাত্র ১৫২ রান করেছেন তারকা ক্রিকেটার। গড় ১৩.৭২, স্ট্রাইক রেট ১০৭.০৯। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি মন্থর ৬৩ রানের ইনিংস ছাড়া একটি ম্যাচেও উল্লেখযোগ্য রান করতে পারেন নি তিনি। সাত বার দশ পেরোতে ব্যর্থ হয়েছেন ঋষভ। শূন্যতে আউট হয়েছেন তিন বার। ২৭ কোটির সুপারস্টারের বেহাল দশা অবাক করেছে ক্রিকেটজনতাকে। স্বাভাবিক কারণেই ধেয়ে এসেছে সমালোচনার তীর’ও।
Read More: IPL 2025: মিনি পাঞ্জাব বানিয়েও সাফল্য পেলো না দিল্লী ক্যাপিটালস, অধরাই রইলো প্লে-অফ !!
ভুয়ো খবরের বিরুদ্ধে সরব ঋষভ-

দুই ম্যাচ বাকি থাকতেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। ব্যাটার হিসেবে ব্যর্থ হওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবেও চরম হতাশ করেছেন ঋষভ পন্থ। এমতাবস্থায় তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে গত কয়েকদিন ধরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। সংবাদমাধ্যমের একটা অংশ থেকে দাবী করা হয় যে পন্থের (Rishabh Pant) পারফর্ম্যান্সে খুশি নন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) কর্মকর্তারা। ২৭ কোটি টাকার প্রাইস ট্যাগের প্রতি সুবিচার করতে পারেন নি তিনি, মনে করছে থিঙ্কট্যাঙ্ক। ফলে আগামী ডিসেম্বরের মিনি নিলামের আগে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। ঋষভকে ছেড়ে দিলে একসাথে ২৭ কোটি টাকা চলে আসবে অকশন পার্সে। সেই অর্থ খরচ করে দলের ফাঁকফোকর মেরামতের পথে হাঁটতে পারেন সঞ্জীব গোয়েঙ্কারা।
পন্থ-লক্ষ্ণৌ (LSG) বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় নজরে এসেছিলো ক্রিকেট তারকারও। গোটা বিষয়টিকে সম্পূর্ণ ‘ভুয়ো’ বলে কার্যত উড়িয়ে দিয়েছেন ঋষভ (Rishabh Pant)। জনৈক সাংবাদিকের ট্যুইটের উত্তরে চাঁচাছোলা ভাষায় তিনি লেখেন, “আমি বুঝতে পারছি যে ‘ভুয়ো’ খবর অনেক দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু তাকে কেন্দ্র করেই সবকিছু গড়ে তোলা ঠিক নয়। একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মিথ্যে খবর তৈরি করার চেয়ে মনে হয় খানিক বিশ্বাসযোগ্য, সঠিক খবর পরিবেশন করাটাই ভালো। ধন্যবাদ। আপনার দিনটা ভালো কাটুক। সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করবো সে বিষয়ে আমাদের মনে আরও একটু দায়িত্বজ্ঞানসম্পন্ন ও বিচক্ষণ হওয়া প্রয়োজন।” আগামী মরসুমেও তিনি যে লক্ষ্ণৌতেই থাকছেন, তা কার্যত বুঝিয়ে দিলেন উইকেটরক্ষক-ব্যাটার।
দেখুন পন্থের ট্যুইট’টি-
I understand fake News gives more traction To content but let’s not built everything around it . Little sense and credible news will help more rather making fake news with agenda . Thanks have a good day . Let’s be responsible and sensible what we put out on social media 🇮🇳🙏🏻
— Rishabh Pant (@RishabhPant17) May 22, 2025
পন্থকে পরামর্শ দিলেন যোগরাজ-

তিনি যে চাপে রয়েছেন তা স্পষ্ট ঋষভের (Rishabh Pant) শরীরী ভাষায়, একটি ইউটিউব ভিডিওতে এমনই দাবী করতে শোনা গিয়েছে আকাশ চোপড়াকে। টিম ইন্ডিয়ার প্রাক্তনী জানিয়েছেন, “আইপিএল স্থগিত হওয়ার আগে লক্ষ্ণৌর শেষ ম্যাচটিতে ঋষভ পন্থকে খুব উত্তেজিত দেখাচ্ছিলো। একজন অধিনায়কের কখনোই মাঠের মধ্যে রাগ প্রকাশ করা উচিৎ নয়। কিন্তু ঋষভকে দেখেই বোঝা যাচ্ছিলো যে ও খুব রেগে রয়েছে। ও নিঃসন্দেহে ভালো ক্রিকেটার। কিন্তু এই মরসুমে যে ও ভালো খেলতে পারে নি তা বলতে দ্বিধা নেই।” পন্থের ‘টেকনিকে’ সমস্যা রয়েছে, মনে করছেন যোগরাজ সিং (Yograj Singh)। সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ সিং-এর বাবা জানিয়েছেন, “ঋষভের সমস্যাগুলো পাঁচ মিনিটে শুধরে দেওয়া যায়। ওর মাথা স্থির থাকছে না, বাম কাঁধ অনেকটা খোলা থাকছে। ভুলচুকগুলো শুধরে নিলেও ও সেরা ছন্দে ফিরতে পারে।”