ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) নিজের আক্রামণাত্মক ব্যাটিং আর মাঠে নিজের মজার আচরণের জন্য জনপ্রিয়। ভারতীয় দলে (Team India) তার সতীর্থ খেলোয়াড়রা বিভিন্ন সাক্ষাতকারে ঋষভের মজার ঘটনা শেয়ার করেছেন। এই তালিকায় আরও একটা ঘটনা সম্প্রতি ভারত আর ইংল্যান্ডের মধ্যে খেলা হওয়া দ্বিতীয় ম্যাচে যোগ হয়েছে।
ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে খেলা হওয়া দ্বিতীয় টি-২০ ম্যাচে ঋষভ পন্থ আর রোহিত শর্মা (Rohit Sharma) ইনিংস শুরু করতে আসেন। এই সময় এমন একটি ঘটনা দেখতে পাওয়া যায় যা একই সঙ্গে মজার আর তা ভারতীয় দলের মনোভাবও সামনে এনে দেয়।
Rishabh Pant আর রোহিতের কথাবার্তায় ভিডিয়ো ভাইরাল
দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দল রোহিত শর্মা আর ঋষভ পন্থের নতুন টি-২০ ওপেনিং জুটির সঙ্গে মাঠে নেমেছিল। এই প্রথমবার ঋষভ ভারতীয় দলের হয়ে ইনিংস শুরু কিরলেন। ভারতীয় ইনিংসের প্রথম ওভারে ইংল্যান্ডের বোলার ডেভিড উইলি বল করতে আসেন। এই ওভারের তৃতীয় বলে দুই ওপেনার এক রান নেন।
কিন্তু সেই সময় নন স্ট্রাইকার এন্ড থেকে দৌড়নো ঋষভ পন্থের রাস্তায় চলে আসেন ডেভিড উইলি। এরপরই ঋষভ রোহিতকে বলে ওঠেন, ‘ও আমার রাস্তায় আসছে, মার ধাক্কা?” এই কথার জবাবে রোহিত শর্মাও ঋষভকে সমর্থন করে বলেন, ‘হ্যাঁ, আর কী করবে’। দুই খেলোয়াড়ের মধ্যে হওয়া এই কথাবার্তা স্ট্যাম্প মাইকে রেকর্ড হয়ে যায় আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ভাইরাল হচ্ছে।
এখানে দেখুন ভিডিয়ো
This Happens when a Delhiwala meets Mumbaikar 🤣 #CricketTwitter#RohitSharma𓃵 #RishabhPant #ENGvsIND pic.twitter.com/UBrRJjuqUB
— Vaibhav_Stark_ (@VaibhavStark) July 10, 2022
৪৯ রানে ইংল্যান্ডকে হারায় ভারত, জেতে সিরিজও
ভারত আর ইংল্যান্ডের মধ্যে খেলা হওয়া দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দল ২-০ অপরাজেয় লীড নিয়ে ফেলেছে। দুই দলের মধ্যে এই ম্যাচ গত ৯ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টনে খেলা হয়। এই ম্যাচে জোস বাটলার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে ডাকেন।
এই ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত ইনিংস শুরু করে ১৭০ রান করে ইংল্যান্ডকে ১৭১ রানের লক্ষ্য দেয়। জবাবে ইংল্যান্ডের দল মাত্র ১২১ রানেই অলআউট হয়ে যায়। এর সঙ্গেই ভারতীয় দল এই ম্যাচ ৪৯ রানে জয় লাভ করে ২-০ ফলাফলে সিরিজ জিতে নিয়েছে।