শুভমান গিল বাদ, তৃতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ !! 1

Team India: ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পরেই যেন রান বানানোর মাস্টার মাইন্ড হয়ে উঠেছেন শুভমান গিল (Shubman Gill)। ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টেই শুভমান তিনটি শতরান হাঁকিয়ে ফেলেছেন এবং রানের বিচারে শীর্ষ স্থানে রয়েছে। কোনো শক্তি যেন শুভমানকে এই টেস্টে পরাস্ত করতে সক্ষম হচ্ছে না। প্রথম টেস্টে শুভমান ১৪৭ ও ৮ রান এবং দ্বিতীয় টেস্টে ২৬৯ ও ১৬১ রান মোট মিলিয়ে গিলের ব্যাট থেকে এই সিরিজে ৫৮৫ রান এসেছে। শুভমানের ব্যাট থেকে একেরপর এক সেঞ্চুরি আসলেও তাকে নিয়ে বিতর্ক যেন কমছে না। প্রথম টেস্টেই তিনি আইসিসি’র ‘ক্লোদিং অ্যান্ড ইক্যুপমেন্টস’ নির্দেশিকার ১৯.৪৫ ধারা ভেঙেছিলেন। আইসিসি কতৃক এই ধারা অনুযায়ী, টেস্ট ম্যাচ চলাকালীন খেলোয়াড়রা কেবলমাত্র সাদা, ক্রিম কিংবা ছাই রঙের মোজা ব্যবহার করতে পারে।

নিয়ম ভেঙেছেন শুভমান

shubman-gill-t-shirt-controversy, team india
Shubman Gill | Image: Twitter

ওডিআই বা টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন খেলোয়াড়রা ট্রাউজার্সের রঙের মোজা ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র রয়েছে। তবে প্রথম টেস্টে কালো মোজা ব্যবহার করে নিয়ম ভেঙেছিলেন ভারত অধিনায়ক। যদিও শুভমানকে কোনো সাজা শোনায় নি ম্যাচ রেফারি। এবার দ্বিতীয় টেস্টে আবার বিতর্কের বীজ রোপন করলেন শুভমান। আসলে এবার, টি-শার্ট নিয়ে নতুন করে সমস্যায় শুভমান (Shubman Gill)। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় টেস্ট চলাকালীন শুভমান ইনিংসের ঘোষণা দেওয়ার জন্য শুভমান ড্রেসিংরুমের বাইরে বেরিয়ে আসেন সে সময় তার পরনে ছিল কালো টি-শার্ট। তবে, সেই টি-শার্টটি অ্যাডিডাস নয়, বরং তাদের প্রতিদ্বন্দ্বী নাইকির। আগামী ২০২৮ সাল পর্যন্ত অ্যাডিডাস হলো টিম ইন্ডিয়ার (Team India) জার্সি স্পন্সর। আর শুভমান নাইকির টি-শার্ট পরে নিয়ম ভেঙেছেন। যে কারণে, তৃতীয় টেস্টে তিনি নাও খেলতে পারেন।

Read More: “ঠক, চিটিংবাজ, সুবিধাবাদী লোক…” জন্মদিনেও রেহাই নেই সৌরভের, সমালোচকরা দিচ্ছে গালি !!

দলকে নেতৃত্ব দেবেন পন্থ

শুভমান গিল বাদ, তৃতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ !! 2
Rishabh Pant and Shubman Gill | Image: Twitter

ভারতীয় দল তৃতীয় টেস্টে ক্যাপ্টেনের নতুন পরিবর্তন আনতে পারে। নতুন অধিনায়ক হিসেবে গিলের বদলে ঋষভ পন্থকে (Rishabh Pant) দেখতে পাওয়া যেতে পারে। পন্থকে শুভমান গিলের ডেপুটি হিসাবে শামিল করা হয়েছে। শুভমান যদি তৃতীয় টেস্টে উপলব্ধ না থাকেন তাহলে তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন ঋষভ। ঋষভও এই টেস্টে বেশ ভালো ছন্দে রয়েছেন। ব্যাট হাতে পন্থ প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে একটি অর্ধ শতরানক হাঁকিয়েছেন। আপাতত এই সিরিজে পন্থ ৩৪২ রান বানিয়েছেন। লর্ডস টেস্টে শুভমানের বদলে এন্ট্রি নিতে পারেন সাই সুদর্শন (Sai Sudharsan) কিংবা অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) এবং প্রসিদ্ধ কৃষ্ণর বদলে দলে সুযোগ করে নেবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

Read Also: Team India: “ভাঙলো ইংরেজদের গর্ব…” এজবাস্টনে ইতিহাস গড়লো টিম ইন্ডিয়া, স্টোকসদের ৩৩৬ রানে হারিয়ে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *