বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের শতরান হাঁকিয়ে ভাগ্য খুলল ভারতীয় দলের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের (Rishabh Pant)। দীর্ঘ কুড়ি মাস পর আবার টেস্ট দলে ফিরেছিলেন তিনি, ফিরতি ম্যাচেই জুড়ে দিলেন অসাধারণ একটি শতরান। তার এই শতরানের সুবাদে আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে নিজের নাম লিখিয়ে ফেললেন পন্থ।
সূত্রের খবর অনুযায়ী আসন্ন মৌসুমে দিল্লি ক্যাপিটাল নয় বরং বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে সামিল হতে চলেছেন ঋষভ পন্থ। একটি সূত্র জানিয়েছে ভারতীয় দলের এই তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান আসন্ন আইপিএলে অধিনায়কত্ব করতে চান, এবারের আইপিএলে তার অধিনায়কত্বে দিল্লি দল পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে মাত্র ১২ পয়েন্টে দিয়ে সমাপ্ত করেছিল। তাদের কাছে ২০২৪ সালের আইপিএলে প্লে-অফের জন্য কোয়ালিফাই করার সুবর্ণ সুযোগ থাকলেও তারা কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল।
Read More: Rishabh Pant: “ওর মধ্যে সেই সম্ভাবনা আছে…” ঋষভ পন্থের উচ্ছ্বসিত প্রশংসায় মাতলেন দানিশ কানেরিয়া !!
ব্যাঙ্গালুরু দলে এন্ট্রি নিচ্ছেন পন্থ
তবে আসন্ন মৌসুমে দিল্লি ক্যাপিটাল দলের প্রধান কোচ রিকি পন্টিংকে দিল্লি টিম ম্যানেজমেন্ট ছাঁটাই করেছে তাই আসন্ন মৌসুমে তাকে পাঞ্জাব কিংস (PBKS) দলের প্রধান কোচ হিসেবে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ঋষভ পন্থের ভাগ্য নির্ধারণ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সূত্রের খবরে জানানো হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) ম্যানেজার নাকি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিয়েছেন।
আসন্ন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দল থেকে গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ও ক্যাপ্টেন ফাফ দু প্লেসেসকে (Faf Du Plessis) মুক্তি দিতে চলেছে। আর এই পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে এন্ট্রি নিতে পারেন ঋষভ পন্থ। আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটাল দলের হয়ে তার আইপিএল যাত্রা শুরু থেকেই খেলে আসছেন। আইপিএলে আপাতত পন্থ (Rishabh Pant) ১১ ম্যাচে ৩৫.৩১ গড়ে ও ১৪৮.৯৩ স্ট্রাইক রেটে ৩২৮৪ রান বানিয়েছেন।