ইংল্যান্ডের বিরুদ্ধে পরিষ্কার হলো ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ, X ফ্যাক্টরকে বসিয়ে খেলবে ম্যাচ !! 1

চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ভারতীয় দল। আপাতত সিরিজে ভারত ২-০ ব্যাবধানে এগিয়ে গিয়েছে। ভারতীয় দল তুমুল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চলছে। ভারতীয় দল চাইবে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে কামাল করতে। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে রান এসেছে শুভমান গিল (Shubman Gill), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং অক্ষর প্যাটেলের (Axar Patel) ব্যাট থেকে। তাছাড়া দ্বিতীয় ম্যাচে অসাধারণ একটি সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। ১১৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত। প্রথম দুই ম্যাচ সহজেই জয়লাভ করেছে ভারতীয় দল। তবে প্রথম দুই ম্যাচেই খেলার সুযোগ পেলেন না দলের এক্স ফ্যাক্টর।

ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ হলো না X-ফ্যাক্টরের

Rishabh Pant and Virat Kohli, champions trophy 2025
Virat Kohli and Rishabh Pant | Image: Getty Images

ভক্তদের ধারণা, এক্স ফ্যাক্টরকে ছাড়াই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) নামতে চলেছে টিম ইন্ডিয়া। আসলে, প্রথম দুই ম্যাচেই ভারতীয় দল ঋষভ পন্থকে (Rishabh Pant) বাদ দিয়েই খেলেছে। আসলে, ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা একাদশ বেছে নিতে চাইছে। আর সেই সেরা একাদশে জায়গা হচ্ছে না পন্থের। ভারতীয় দলের প্রধান উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে কেএল রাহুলকে (KL Rahul) দেখতে পাওয়া যাচ্ছে। রাহুল প্রথম দুই ম্যাচে সেভাবে সুযোগ না পেলেও ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) জানিয়ে দেন কেএল রাহুল ভারতের প্রথম পছন্দের উইকেট কিপার ব্যাটসম্যান।

Read More: IND vs ENG 2ND ODI STATS REVIEW: কটকে সিরিজ জিতলো টিম ইন্ডিয়া, ভাঙলো মোট ৯ টি রেকর্ড !!

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সুযোগ পাবেন না পন্থ

rishabh-pant-not-given-captaincy
Rishabh Pant and Gautam Gambhir | Image: Getty Images

টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডারে একজন বামহাতি খেলোয়াড়কে সুযোগ দিতে চাইছে। যে কারণে, দলে আপাতত পাঁচ নম্বরে ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। তারকা খেলোয়াড় টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তার পরিপক্কতা দেখিয়ে নির্বাচকদের মন জিতেছেন। যে কারণে ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এবার ওডিআই ফরম্যাটে তিনি মিডল অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। ইংলান্দ্রর বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে তিনি ৫২ ও ৪১* মোট ৯৩ রান বানিয়েছেন। এমনকি তার স্ট্রাইক রেট ১০৩.৩৩ অর্থাৎ মিডল অর্ডারে অক্ষর আপাতত নিজের জায়গা পাকা করে ফেলেছেন। অক্ষর সুযোগ পেতেই জায়গা হারালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ওডিআই ফরম্যাটে পন্থ নিজেকে এখনও প্রমান করতে পারেননি। পন্থকে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর বলা হয়ে থাকে। তবে, পন্থ এই ফরম্যাটে ৩১ ম্যাচ খেলেছেন ৩৩.৫ গড়ে এবং ১০৬.২২ স্ট্রাইক রেটে ৮৭১ রান বানিয়েছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পন্থকে ছাড়াই নামতে চাইবে ভারতীয় দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সেরা একাদশ

রোহিত শর্মা (C), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (WK), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা, মোহম্মদ শামি, কুলদীপ যাদব।

Read Also: Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চার বেছে নিলেন শোয়েব, বাদ দিলেন খোদ বিশ্বজয়ীদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *