ঋষভ পন্থের চোটে কপাল পুরলো টিম ইন্ডিয়ার, মরণ বাঁচন ম্যাচে হবে না রক্ষা !! 1

Rishabh Pant: ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে, যেখানে সিরিজের চতুর্থ ম্যাচটি ম্যানচেস্টারে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল, শুরু হয়েছিল ম্যাচটি, যেখানে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছিল ভারতীয় দলকে। ভারতীয় দলের শুরুটা বেশ ভালোই করেছিলেন কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দুজনের মধ্যে শুরুতেই ৯৪ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। ক্রিস ওকসের বলে উইকেট হারান রাহুল, তবে তিনি আউট হতেই দুটি উইকেট পরস্পর হারিয়ে ফেলে। ভারতীয় দল ১৪০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। প্রথম দুই টেস্টে দুরন্ত ছন্দ দেখানো শুভমান গিলকে (Shubman Gill) ছন্দ ছাড়া দেখিয়েছে। আবার একবার ইনসুইং বলে তাকে সমস্যার মুখোমুখি হতে দেখা দিয়েছে। তবে, ক্যাপ্টেন আউট হতেই ব্যাটিং করতে আসেন দলের ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

গুরুতর চোট পেয়েছেন ঋষভ পন্থ

Rishabh pant
Rishabh Pant | Image: Getty Images

ব্যাট হাতে এই টেস্টে যশস্বী জয়সওয়াল অর্ধশতরানের ইনিংস খেলেছেন। তারপর সাই সুদর্শন ও ঋষভ পন্থ (Rishabh Pant) ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করতে থাকেন। দুজনের মধ্যে ১১১ বলে ৭২ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। তবে, ভারতীয় ব্যাটিং ইনিংসের ৬৮তম ওভারে যখন ৩৭ রানে ব্যাট করছিলেন পন্থ। তখন ওকসের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে চোট পান। পায়ে চোট লাগা মাত্রই ফিজিওকে মাঠে আসার জন্য ডাকেন এবং মাঠের মধ্যেই চিকিৎসা নেন তিনি। তবে, তিনি তাঁর পায়ে কোনও ভার রাখতে পাচ্ছিলেন না।শেষমেষ মিনি-অ্যাম্বুলেন্সের সাহায্যে মাঠ ছেড়ে চলে যান।

Read More: পাকিস্তানের কাছে মাথা নত BCCI’এর, ঢাকাতে এশিয়া কাপের মিটিংয়ে নিচ্ছে অংশ !!

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবেন না পন্থ

ঋষভ পন্থের চোটে কপাল পুরলো টিম ইন্ডিয়ার, মরণ বাঁচন ম্যাচে হবে না রক্ষা !! 2
Rishabh Pant | Image: Twitter

প্রথম দিন স্টাম্পের পরে, পন্থকে (Rishabh Pant) স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সূত্রের খবর, সেই স্ক্যানের রিপোর্টে পায়ের আঙ্গুলের ফ্র্যাকচার ধরা পড়ে। এই পরিস্থিতিতে পন্থের কাছে ব্যাটিং করার কোনো সম্ভাবনা নেই। তিনি চোটের জন্য প্রচন্ড ব্যাথা অনুভব করছেন। চলতি, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে আর তিনি খেলতে পারবেন বলে মনে হচ্ছে না। ছয় সপ্তাহের জন্য তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে চাপের মুখে থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম দিন শেষে টিম ইন্ডিয়া ২৬৪ রান বানাতে সক্ষম হয়েছিল। পন্থকে এই ম্যাচে আর উইকেট কিপিং করতে দেখা যাবে না, বদলে ধ্রুব জুড়েলকে উইকেটের পিছনে দেখা যাবে। যদিও, পন্থের ব্যাটিং নিয়ে এখনও কোনো বার্তা দেয়নি বিসিসিআই। তবে, আগামী ইনিংসে ভারত ১০ জন নিয়েই খেলতে হবে হয়তো ভারতকে। পন্থকে ছাড়া ভারতীয় টেস্ট ব্যাটিং লাইন আপ দুর্বল হয়ে পড়বে, ফলে পস্তাতে হবে টিম ইন্ডিয়াকে।

Read Also: Rishabh Pant: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পান্থ, দুশ্চিন্তায় ডুবলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *