আইপিএলের মঞ্চে ডাহা ফেল করবেন ঋষভ পন্থ, হয়ে উঠবেন ফ্রাঞ্চাইজির 'মাথাব্যথা' !! 1

কেবলমাত্র ১২ দিনের অপেক্ষা, তারপরেই ইন্ডিয়ান প্রেমিয়ার লীগের (IPL 2025) ১৮তম মৌসুমের আসর বসতে চলেছে। প্রথম ম্যাচেই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং আইপিএলের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুভ সূচনা হতে চলেছে। তবে আসন্ন আইপিএল শুরু হওয়ার আগে ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে চর্চা চলছে সমাজ মাধ্যমে। এবারের আইপিএলের মঞ্চে রেকর্ড সমান দাম পেয়েছেন ঋষভ পন্থ। ২৪ মার্চ প্রথম ম্যাচেই পুরানো ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলতে চলেছেন ঋষভ পন্থ।

IPL ইতিহাসের সবথেকে দামি ক্রিকেটার হলেন পন্থ

Rishabh Pant
Rishabh Pant | Image: Getty Images

২৭ কোটি টাকায় লখনৌ সুপার জায়ান্টস দলের হয়ে খেলবেন এবার পন্থ। তবে, তার এই খেলা নিয়ে রয়েছে সংশয়। আসলে, বেশ কয়েকদিন ধরে বিশ্ব ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশ চর্চা চলছিল। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। আর ভারতীয় দলের অংশ ছিলেন ঋষভ পন্থও (Rishabh Pant)। যদিও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচেও খেলার সুযোগ আসেনি পন্থের কাছে। পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি তাকে ডাগ আউটে বসেই কাটাতে হয়েছে। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল। সেখানেও ভারতীয় দলের সঙ্গে ছিলেন পন্থ, তবে তিনি একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। স্কোয়াডের একমাএ খেলোয়াড় হিসেবে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সুযোগ পাননি পন্থ।

Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি অক্সিজেন যোগালো রোহিত শর্মা’কে, নিন্দুকদের জবাব দিলেন কোচ গম্ভীরও !!

ফ্রাঞ্চাইজির মাথাব্যাথা হয়ে উঠবেন তিনি

আইপিএলের মঞ্চে ডাহা ফেল করবেন ঋষভ পন্থ, হয়ে উঠবেন ফ্রাঞ্চাইজির 'মাথাব্যথা' !! 2
Rishabh Pant | Image: Getty Images

ভক্তদের ধারণা আসন্ন আইপিএলে পন্দ তার দলের কাছে একটি মাথাব্যথা হয়ে উঠবেন। আসলে বিগত কয়েকদিন ধরে তিনি জাতীয় দলের মূল একাদশের অংশ ছিলেন না, যে কারণে তুলনামূলকভাবে কম অনুশীলন পেয়েছেন তিনি। তাছাড়া বর্ডার গাভাস্কার ট্রফিতেও আহামরি প্রদর্শন দেখাতে পারেননি তিনি। এক কথায় তিনি ছন্দের বাইরেই রয়েছেন। বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আইপিএলের মঞ্চে নিজের সামর্থের থেকে বেশি মূল্য পেয়েছেন পন্থ। তাছাড়া, তার উপর এবার অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে ফ্রাঞ্চাইজি মালিক। বাড়তি চাপ নিয়ে পন্থ কিভাবে প্রদর্শন দেখাবেন তার উপর নজর থাকবে ভক্তদের। তাছাড়া, বেশ কিছু ভক্তদের ধারণা এবারের আইপিএলে লখনৌ দলের মাথাব্যথা হয়ে উঠবেন পন্থ নিজেই।

Read Also: Rishabh Pant: ঋষভ পন্থকে ক্যাপ্টেনসি দিয়ে ভুল করলো LSG, ট্রফি জয়ী অধিনায়ককে সরাসরি না !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *