rishabh-pant-mayhem-in-duleep-trophy

দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত-এ ও ভারত-বি। উনিশ বর্ষীয় মুশির খানের (Musheer Khan) ১৮১ রানের অসাধারণ ইনিংস বিপদসীমার বাইরে নিয়ে গিয়েছিলো ভারত-বি’কে। প্রথম ইনিংসে তারা করে ৩২১। জবাবে ব্যাটিং করতে নামা ভারত-এ থেমে গিয়েছে ২৩১ রানে। শুভমান গিল (Shubman Gill), কে এল রাহুলদের মত তারকা থাকা সত্ত্বেও বিশেষ সুবিধা করতে পারে নি তারা। মুকেশ কুমার, নভদীপ সাইনি পেয়েছেন ৩টি করে উইকেট। সাই কিশোরের ঝুলিতে গিয়েছে ২টি উইকেট। ১টি করে সাফল্য নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। ৯০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেছে ভারত-বি। দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চতুর্থ ইনিংসে চাপে ফেলাই লক্ষ্য অভিমণ্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন দলের।

Read More: অফ ফর্মের কাঁটায় বিদ্ধ শুভমান গিল, বাদ পড়ছেন বাংলাদেশ সিরিজ থেকে !!

প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে উঠলেন পন্থ-

Rishabh Pant | Duleep Trophy | Image: Getty Images
Rishabh Pant | Duleep Trophy | Image: Getty Images

২০২২ সালের ডিসেম্বরে শেষ লাল বলের ফর্ম্যাটে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপর সড়ক দুর্ঘটনায় একটা সময় অনিশ্চিত হয়ে পড়েছিলো তাঁর ক্রিকেট কেরিয়ারটাই। সেই ঘটনার প্রায় ১৪ মাস পর মাঠে ফিরেছিলেন ঋষভ। টি-২০ ও ওডিআই খেললেও এতদিন দীর্ঘতম ফর্ম্যাটে মাঠে নামা হয় নি তাঁর। শেষমেশ প্রায় ২১ মাসের বিরতির পর দলীপ ট্রফিতে (Duleep Trophy) লাল বলের ক্রিকেটে ফিরেছেন তিনি। ভারত-বি’র হয়ে প্রথম ইনিংসে প্রত্যাশামত রান করতে পারেন নি তিনি। আকাশ দীপ’কে (Akash Deep) এগিয়ে এসে লং অফের উপর দিয়ে ওড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন শটের। মিড অফ থেকে অনেকটা পিছনের দিকে দৌড়ে গিয়ে ক্যাচ তালুবন্দী করেন শুভমান গিল। হতাশ হয়েছিলেন অনুরাগীরা। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাট হাতে চেনা ছন্দে ফিরতে দেখা গেলো তাঁকে।

অভিমণ্যু ঈশ্বরণ ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ওপেনিং জুটি ব্যর্থ হওয়ায় চাপে পড়েছিলো ভারত-বি। ছন্দে থাকা মুশির খান’ও খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। সেই সময় সরফরাজ খানের সাথে জুটি গড়ে রুখে দাঁড়ান ঋষভ। ভয়ডরহীন ব্যাটিং-ই তাঁর ইউএসপি। দলীপ ট্রফিতেও (Duleep Trophy) তেমন ভঙ্গিতেই ব্যাটিং করতে দেখা গেলো তাঁকে। কাট, ফ্লিকের মত শটের পাশাপাশি স্পিনারকে স্টেপ আউট করে এগিয়ে এসে নির্দ্বধায় মিড উইকেট বা লং অনের উপর দিয়ে উড়িয়ে দিতেও দেখা গিয়েছে তাঁকে। সরফরাজ ও পন্থ (Rishabh Pant) মিলে যোগ করেন ৭২ রান। এরপর তিনি ৪৬ রানের জুটি গড়েন নীতিশ কুমার রেড্ডির সাথেও। শেষমেশ ৪৭ বলে প্রায় ১৩০ স্ট্রাইক রেটে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬১ রান করে আউট হন তিনি।

দেখে নিন ঋষভের ব্যাটিং-এর ঝলক-

অন্তিম দিনে অপেক্ষা করে রয়েছে নাটক-

IND A vs IND B | Duleep Trophy | Image: Getty Images
Rishabh Pant | Duleep Trophy | Image: Getty Images

তৃতীয় দিনের শেষে ভারত-বি’র সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১৫০ রান। তারা এগিয়ে রয়েছে ৯০ রানে। ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar) ও সাই কিশোর। দুজনেই ব্যাটিং করতে সক্ষম। আগামীকাল প্রথম ঘন্টায় ভারত-বি’র লক্ষ্য হবে দ্রুত অন্তত ৩০ থেকে ৫০ রান তুলে নিয়ে প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলা। চিন্নাস্বামীর পিচ গোটা ম্যাচে যা আচরণ করেছে, তাতে চতুর্থ দিনে ২৭০ বা তার বেশী রানের লক্ষ্য তাড়া করা সহজ হবে না শুভমান গিলদের পক্ষে। রুদ্ধশ্বাস ‘ফিনালে’র অপেক্ষায় রয়েছে ক্রিকেটজনতা। বেঙ্গালুরুতে যখন ম্যাচ গড়িয়েছে চতুর্থ দিনে, তখন দলীপ ট্রফির (Duleep Trophy) অপর ম্যাচটিতে তৃতীয় দিনেই পাওয়া গেলো ফলাফল। ঋতুরাজ গায়কোয়াড়ের ভারত-সি ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারত-ডি’কে। মোট ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মানব সুতার।

Also Read: ‘অবসর নিয়ে নাও…’ দলীপ ট্রফির মঞ্চে ব্যার্থ হতেই সমাজ মাধ্যমে সমালোচনার মুখে পড়লেন KL রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *