IPL 2025: ক্রিকেটে অনেক সময় দক্ষতার সঙ্গে সঙ্গে ভাগ্যও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চলতি আইপিএলে কয়েকজন অধিনায়ক রয়েছেন যারা নিজের সেরাটা দিয়ে লড়াই করলেও দলকে জয় এনে দিতে পারছেন না। মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই জ্বলে উঠলেও দল ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হচ্ছে। অন্যদিকে আবার ঋষভ পান্থ (Rishabh Pant) ব্যট হাতে দলের হয়ে রান করতে না পারলেও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) জয় তুলে নিয়ে টুর্নামেন্টে এগিয়ে চলেছে।
Read More: IPL 2025: নেই দলকে জেতানোর দায়, এই কারণেই CSK’এর একাদশে জায়গা পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি !!
ব্যাট হাতে হতাশ করেছেন পান্থ-

এই বছর মেগা নিলামে ২৭ কোটি টাকায় রেকর্ড দামে লখনউ সুপার জায়ান্টস (LSG) ঋষভ পান্থকে (Rishabh Pant) দলে নিয়েছিল। তার নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে দল। কিন্তু এই তারকা ব্যাটসম্যান ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি। ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন। ঋষভ পান্থের (Rishabh Pant) ব্যাট থেকে চলতি আইপিএলের ৪ ম্যাচে এসেছে মোট ১৯ রান। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে তিনি ২ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তার আগে পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষেও মাত্র ২ রান করেছিলেন পান্থ।
প্লে অফের দৌড়ে লখনউ-

লখনউ সুপার জায়ান্টস (LSG) চলতি আইপিএলের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে মাত্র ১ উইকেটে জয় তুলে নেয় অক্ষর প্যাটেলের (Axar Patel) দল। এরপর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন ঋষভ পান্থ (Rishabh Pant)। অন্যদিকে পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে ৮ উইকেটে তৃতীয় ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে লখনউ সমালোচনার মুখে পড়ে। তবে বর্তমানে শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে ১২ রানে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে জায়গা করে নিয়েছে ঋষভ পান্থের দল।