ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে নামার আগে থেকেই ভারতীয় দল একাধিক সমস্যার মধ্যে ছিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের কারণে ছিটকে যান নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এবং আর্শদীপ সিং (Arshdeep Singh)। ফলে ইংলিশ বাহিনীদের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন করে মাঠে নেমেছে শুভমান গিলের (Shubman Gill) দল। ভারতীয় জার্সিতে টেস্ট ক্রিকেটে অভিষেক করলেন অনশুল কম্বোজ (Anshul Kamboj)। তবে প্রথম দিনেই বড়োসড়ো ধাক্কা খেয়েছে ব্লু ব্রিগেডরা। প্রথম দিনে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান ঋষভ পান্থ (Rishabh Pant)। এবার তার চলতি সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর সামনে এসেছে।
Read More: ম্যানচেস্টারে শুভ সূচনা ভারতের, দুরন্ত ব্যাটিং করলেন যশস্বী-সুদর্শন !!
গুরুতর চোট পেলেন পান্থ-

লর্ডসে উইকেটকিপিং করাকালীন ঋষভ পান্থ (Rishabh Pant) চোট পেয়েছিলেন। ফলে চতুর্থ টেস্টে তিনি একাদশে থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ভারতের সহ অধিনায়ক ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা। ওল্ড ট্র্যাফোর্ডে একাদশে জায়গা পাওয়ার পর প্রথম দিনেই ব্যাট হাতে জ্বলে ওঠার চেষ্টা করেন তিনি। অধিনায়ক গিল (Shubman Gill) মাত্র ১২ রানে আউট হয়ে গেলেও পান্থ দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
এইরকম সময় ক্রিস ওকসের (Chris Woakes) করা বলে রিভার্স-সুইপ মারার চেষ্টা করতে গিয়ে সম্পূর্ণ ব্যর্থ হন এই তারকা ব্যাটসম্যান। তখন বলটি দ্রুতগতিতে এসে তার ডান পায়ে আঘাত করে। চোট এতটাই গুরুতর ছিল যে ঋষভ পান্থের (Rishabh Pant) চোখে-মুখে যন্ত্রণার ছাপ ধরা পড়ছিল। পা থেকে রক্ত পর্যন্ত গড়িয়ে আসছিল। এইরকম পরিস্থিতিতে ঋষভ পান্থকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান কর্মকর্তারা।
ছিটকে গেলেন পান্থ-

রিটায়ার্ড আউট হওয়ার আগে ঋষভ পান্থ ৪৮ বলে ৩৭ রানে ব্যাটিং করছিলেন। দিনের শেষে ভারতীয় ওই তারকা ব্যাটসম্যানের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইংল্যান্ডের ক্রিকেটার লিয়াম ডাওসন (Liam Dawson) বলেন, “ঋষভ পান্থের কথা ভাবছি। কিন্তু মনে হয় না আর তাকে বাকি ম্যাচে অংশগ্রহণ করতে দেখবো।” সাই সুদর্শন (Sai Sudarshan) সংবাদিকদের মুখোমুখি হয়ে উল্লেখ করেন যে, “ঋষভ পান্থের (Rishabh Pant) খুব যন্ত্রণা হচ্ছিল। খারাপ লাগছে যে আজও তিনি খুব ভালো ব্যাটিং করছিলেন।”
ফলে এইরকম পরিস্থিতিতে ইংল্যান্ড বনাম ভারতের (IND vs ENG) টেস্ট সিরিজে বাকি সময় ঋষভ পান্থকে (Rishabh Pant) মাঠের বাইরে থাকতে হবে বলে মনে করা হচ্ছে। সূত্র অনুযায়ী ব্লু ব্রিগেডদের হয় ধ্রুব জুরেল উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু ঋষভ পান্থের (Rishabh Pant) না থাকা ভারতীয় ব্যাটিং অর্ডারের সবচেয়ে বড়ো সমস্যা হতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রথম দিনের শেষে ব্লু ব্রিগেডরা ইংলিশ বাহিনীদের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করেছে। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং শার্দুল ঠাকুর (Shardul Thakur) যথাক্রমে দুজনেই অপরাজিত ১৯ রানে ব্যাটিং করছেন।