ঋষভ পান্থের চোট নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য, এই সিরিজেই ফিরছেন তিনি !! 1

আজ থেকে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত এশিয়া কাপের (Asia Cup 2025) মহাযুদ্ধ। প্রথম ম্যাচে আফগানিস্তান হংকং’য়ের (Afganistan vs Hong Kong) বিপক্ষে মাঠে নামবে। এই টুর্নামেন্টে আগামীকাল যাত্রা শুরু করবে ভারত। ব্লু ব্রিগেডরা সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে এবার মাঠে নামতে চলেছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই টুর্নামেন্টের পর ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে। তার আগে এবার ঋষভ পান্থের (Rishabh Pant) চোটের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন চোট পাওয়ার পর চিন্তার মধ্যে ছিলেন কর্মকর্তারা।

Read More: “পাঞ্জাব কিংস আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে..”, ক্রিস গেলের অভিযোগে তোলপাড় ক্রিকেট মহল !!

সুস্থ হয়ে উঠছেন পান্থ-

Rishabh pant,team india, ঋষভ পন্থ
Rishabh Pant | Image: Twitter

শেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে মাঠে নেমেছিল ভারতীয় দল। এই সিরিজের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। তিনি চতুর্থ টেস্ট ম্যাচে ব্যাটিং করার সময় ডান পায়ে গুরুতর চোট পান। সঙ্গে-সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ভাঙ্গা পা নিয়েই ব্যাটিং করে সকলের মন জয় করে নিয়েছিলেন। এরপর এই তারকা ব্যাটসম্যানকে বিশ্রাম করার জন্য নির্দেশ দেন চিকিৎসকরা।

তিনি এতদিন ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন। এবার পান্থ (Rishabh Pant) দেশে ফিরলেন এবং খুব তাড়াতাড়ি তিনি বেঙ্গালুরুর সেন্টর অফ এক্সিলেন্সে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য পুনর্বাসনের মধ্যে দিয়ে যাবেন। পান্থ সম্প্রতি নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে এখনও তার পায়ে ব্যান্ডেজ রয়েছে। তবে সূত্র অনুযায়ী ২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিপক্ষে টেস্ট সিরিজে এই তারকা ব্যাটসম্যান ভারতীয় দলে ফিরে আসবেন।

দুরন্ত ফর্মে এই তারকা-

engineer-wants-rishabh-to-be-sensible
Rishabh Pant : Getty Images

এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামে ২৭ কোটি টাকার রেকর্ড দামে ঋষভ পান্থকে (Rishabh Pant) কিনেছিল লখন‌উ সুপার জায়ান্টস (LSG)। তবে তিনি আইপিএলের মধ্যে ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু এরপর ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে আবারও ফর্মে ফিরে আসেন এই তারকা। দলের বিপদের মুখে তাকে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে দেখা যায়।

৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৪৭৯ রান। দুটি শতরানের সঙ্গে করেন ৩ টি অর্ধশতরান। ফলে ভারতীয় টেস্ট দলে তার থাকা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিপক্ষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখনও পর্যন্ত পান্থ জাতীয় দলের হয়ে ৪৭টি টেস্ট ম্যাচে সংগ্রহ করেছেন ৩৪২৭ রান।

Read Also: কোনো সৌজন্য নয়, এশিয়া কাপের অনুশীলনে এই কারণে হাত মেলালেন না ভারত-পক ক্রিকেটাররা‌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *