ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি সিরিজে একাধিক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী থেকেছে ভারতীয় দল। নতুন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ইতিমধ্যেই ভক্তদের মুগ্ধ করলেও ২-১ ব্যবধানে ব্লু ব্রিগেডরা এই টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে। লর্ডসে শেষ টেস্ট ম্যাচে শেষ পর্যন্ত লড়াই চালায় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। রবীন্দ্র জাদেজা (Ravindra JadejaKnব্যাট হাতে দলকে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। কিন্তু সেই লড়াই ভারতকে জয় এনে দিতে পারিনি। এর মধ্যেই এবার ব্লু ব্রিগেডে চোট সমস্যা মাথা চাড়া দিয়ে উঠেছে। এই দুই তারকা চিন্তায় ফেলেছেন দলকে।
Read More: ভুলের খেসারত! IPL থেকে ব্যান হতে পারে RCB, বড়সড় বিপাকে কোহলির দল !!
চোটের কবলে পান্থ-

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ থেকেই ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন ঋষভ পান্থ (Rishabh Pant)। হেডিংলেতে দুই ইনিংসেই শতরান করে নতুন রেকর্ড গড়েছিলেন সহ অধিনায়ক। এখনও পর্যন্ত চলতি সিরিজে তিনি ৩ ম্যাচে ৪২৫ রান সংগ্রহ করে শুভমান গিলের (Shubman Gill) পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। লর্ডসেও ঋষভ পান্থ (Rishabh Pant) দলের চাপের মুখে দাঁড়িয়ে নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দেন। প্রথম ইনিংসে তার ৭৪ রানের ইনিংস ব্লু ব্রিগেডদের লড়াইয়ে টিকিয়ে রেখেছিল।
তবে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে উইকেটকিপিং করার সময় এই তারকা ব্যাটসম্যান আঙুলে গুরুতর চোট পান। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) করা একটি বল ধরতে গিয়ে এই চোটের সম্মুখীন হয়েছিলেন তিনি। তারপর আর ঋষভ পান্থকে (Rishabh Pant) উইকেটকিপিং করতে দেখা যায়নি। সূত্র অনুযায়ী এখনও পর্যন্ত ভারতীয় সহ অধিনায়কের চোট সারিনি বলে জানা যাচ্ছে। অস্ত্রোপচার করা হবে কিনা সেই বিষয়েও বর্তমানে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। এইরকম পরিস্থিতির মধ্যে চতুর্থ টেস্টের আগে ঋষভ পান্থ (Rishabh Pant) দেশে ফিরে আসতে পারেন।
চোট পেয়েছেন আর্শদীপ-

এর মধ্যেই ইংল্যান্ড সফরে আর্শদীপ সিংয়েরও (Arshdeep Singh) চোটের খবর সামনে এসেছে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে। তার আগে নেটে অনুশীলনের সময় গুরুতর চোট পেলেন এই তারকা পেসার। সাই সুদর্শনের (Sai Sudarshan) মারা বল থামাতে গিয়ে বোলিং করা হাতেই আঘাত পান তিনি। ভারতের সহকারি কোচ র্যায়ান টেন দুশখ্যাতে (Ryan ten Doeschate) বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় টেস্ট দলের হয়ে এখনও অভিষেক করেননি আর্শদীপ (Arshdeep Singh)।
তবে আসন্ন চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় একাদশে এই তারকা পেসারকে নিয়ে আসার জন্য চিন্তাভাবনা করছিলেন কর্মকর্তারা। কিন্তু চোট এতটাই গুরুতর যে আর্শদীপ সিংও দেশে ফিরে আসতে চলেছেন বলে খবর সামনে এসেছে। অন্যদিকে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ম্যাঞ্চেস্টার টেস্টে বিশ্রাম দেওয়া হবে কিনা সেই বিষয় নিয়েও এখনও ধোঁয়াশা রয়েছে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচের জয় তুলে নিতে হবেই ভারতীয় দলকে। ফলে একাদশে একাধিক পরিবর্তন ঘটাতে পারেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।