পান্থের বদলে ওভাল টেস্টে একাদশে এন্ট্রি নিচ্ছেন এই তারকা, শেষবারের জন্য সুযোগ দিচ্ছেন গম্ভীর !! 1

ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) টেস্ট সিরিজে ক্রিকেটের লড়াই ভক্তদের রীতিমতো মুগ্ধ করেছে। বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় নতুন টেস্ট দল যে আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নেমেছে তা রীতিমতো প্রশংসিত হচ্ছে। এবার এই চলতি সিরিজের শেষ ম্যাচে ওভালে মাঠে নামতে চলেছে দুই দল। ইতিমধ্যেই ইংল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে। ফলে ওভালে পঞ্চম টেস্ট ম্যাচ ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে একাধিক তারকা ক্রিকেটারের চোট গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চিন্তার মধ্যে রেখেছে। এর মধ্যে পঞ্চম টেস্টে একাদশে ফিরতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান।

Read More: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে নরেন্দ্র মোদীর কড়া বার্তা, কোণঠাসা BCCI !!

একাদশে ফিরছেন তারকা ব্যাটসম্যান-

পান্থের বদলে ওভাল টেস্টে একাদশে এন্ট্রি নিচ্ছেন এই তারকা, শেষবারের জন্য সুযোগ দিচ্ছেন গম্ভীর !! 2
Karun Nair | Images: Getty Images

চতুর্থ টেস্টে ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময় ভারতীয় দলের হয়ে ব্যাটিং করতে নেমেছিলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। তিনি দ্রুত গতিতে স্কোরবোর্ড এগিয়ে নেয়ার চেষ্টা করেন। সেই সময় এই তারকা ব্যাটসম্যান পায়ে চোট পেয়ে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। পায়ের হাড়ে গুরুতর চোট পাওয়ার পরেও তিনি দ্বিতীয় দিন আবারও ফিরে এসে ব্যাটিং করেন এবং হাফ সেঞ্চুরি হাঁকান। তবে এই চোটের কারণে পঞ্চম টেস্টে একাদশের বাইরে থাকতে চলেছেন ঋষভ পান্থ (Rishabh Pant)। তাকে চিকিৎসক দল কয়েক সপ্তাহ বিশ্রাম করার পরামর্শ দিয়েছে।

ফলে এই তারকা ব্যাটসম্যানের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারকে মজবুত করতে করুন নায়ারকে (Karun Nair) ফিরিয়ে আনতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই দীর্ঘ ৮ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। তবে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ইংলিশ বাহিনীদের বিপক্ষে চলতি সিরিজে করুন নায়ার (Karun Nair) ৩ ম্যাচে মাত্র ১৩১ রান সংগ্রহ করেছেন। এর ফলে চতুর্থ টেস্টে তিনি একাদশের বাইরে চলে যান। পঞ্চম টেস্টে ওভালে এই তারকা ব্যাটসম্যান জ্বলে উঠতে না পারলে জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে এটাই করুন নায়ারের (Karun Nair) কাছে শেষ সুযোগ।

আর্শদীপ সিংয়ের অভিষেক-

পান্থের বদলে ওভাল টেস্টে একাদশে এন্ট্রি নিচ্ছেন এই তারকা, শেষবারের জন্য সুযোগ দিচ্ছেন গম্ভীর !! 3
Arshdeep Singh and Prasidh Krishna | Images: Getty Images

জসপ্রীত বুমরাহ‌ (Jasprit Bumrah) সাম্প্রতিক সময় পিঠের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ফলে টেস্ট ক্রিকেটে কাজের চাপ বৃদ্ধি পেলে তিনি আবারও চোটের মুখে পড়তে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেই কারণে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পঞ্চম টেস্টে তিনি একাদশের বাইরে থাকতে চলেছেন। এর ফলে আর্শদীপ সিং (Arshdeep Singh) ভারতের হয়ে টেস্টে অভিষেক করতে পারেন বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত এই তারকা পেসার ভারতের হয়ে ৯ টি একদিনের ম্যাচে ১৪ টি উইকেট সংগ্রহ করেছেন।

এছাড়াও দেশের হয়ে তার ৬৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৯ টি উইকেট সংগ্রহে রয়েছে। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) চলতি টেস্ট সিরিজে ভারতের বোলিং অর্ডারে ভরসা হয়ে উঠতে পারেননি‌। ২ ম্যাচে মাত্র ৬ টি উইকেট সংগ্রহ করেন তিনি। এর ফলে এই তারকা পেসারকেও একাদশের বাইরে করে দেওয়া হয়েছিল। অন্যদিকে ম্যাঞ্চেস্টারে অনশুল কাম্বোজ‌ (Anshul Kamboj) সুযোগ পেয়ে রীতিমতো হতাশ করেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ১৮ ওভারে ৮৯ রান খরচ করে তিনি সংগ্রহ করেন মাত্র ১ টি উইকেট। এর ফলে ওভাল টেস্টে ভারতীয় একাদশে আবারও প্রসিদ্ধ কৃষ্ণাকে (Prasidh Krishna) ফিরিয়ে আনা হচ্ছে‌।

Read Also: চন্দ্রকান্ত পন্ডিতের পর KKR ছাড়লেন এই দুই সদস্য, লখন‌উয়ের হয়ে সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *