নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই অশনি সংকেত, পন্থকে ছাড়াই নামতে হবে ভারতকে !! 1

নিউ জিল্যান্ড সফরের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় শিবির। শনিবার অনুশীলনের সময় গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে আসন্ন এক দিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। গত নয় মাসের মধ্যে এই নিয়ে ৩ বার গুরুতর চোট পেলেন ঋষভ। আর তাঁর এই চিন্তার বিষয়টি স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে। বডোদরার কোটাম্বি স্টেডিয়ামে রবিবার ১১ই জানুয়ারি মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউ জিল্যান্ড। আর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে পন্থের চোট পাওয়াটা দলের কাছে খুবই চিন্তার বিষয় হয়ে উঠেছে। আসলে, শনিবার দলের ঐচ্ছিক অনুশীলনে ব্যাটিং করছিলেন পন্থ। সেখানে থ্রোডাউন বিশেষজ্ঞের করা একটি বল আচমকাই লাফিয়ে উঠে তাঁর কোমরের সামান্য উপরে লাগে।

গুরুতর চোটে আক্রান্ত ঋষভ পন্থ

ভারত, পন্থ
Rishabh Pant | Image: Getty Images

পন্থকে সুস্থ করতে অবশ্য সঙ্গে সঙ্গে সাপোর্ট স্টাফ ও ফিজিও ছুটে আসেন। মাঠে শুরু হয় প্রাথমিক চিকিৎসা। এরপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর পন্থ উঠে দাঁড়িয়ে স্টেডিয়ামের গ্রাউন্ড বি-র দিকে চলে যান। চোটের প্রকৃতি ও গুরুতরতা জানার জন্য পরে তাঁর এমআরআই স্ক্যান করানো হয়। সূত্রের খবর, ডান দিকের পেশিতে টান লেগে পেশি ছিঁড়ে গিয়েছে পন্থের। এই কারণেই কিউই দের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজে আর তাঁর খেলতে দেখতে পাওয়া যাবে না। পন্থ অবশ্য শেষবার ভারতের হয়ে ওডিআই ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। স্কোয়াডে থাকলেও একাদশে তাঁর জায়গা নিয়ে সংশয়তা ছিল।

Read More: BPL’এ ম্যাচ ফিক্সিংয়ের ছায়া, জিজ্ঞাসাবাদের জন্য আটক আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ !!

ভারতের এক দিনের দলে নিয়মিত উইকেটরক্ষকের ভূমিকায় রয়েছেন কেএল রাহুল (KL Rahul)। তবুও পন্থের ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে নতুন একজনকে দলে প্রয়োজন। এই পরিস্থিতিতে ব্যাক আপ উইকেট কিপার হিসাবে ধ্রুব জুড়েল কিংবা ইনফর্ম ঋতুরাজ গাইকোয়ার্ডকে (Ruturaj Gaikwad) দেখতে পাওয়া যেতে পারে। ওডিআই ক্রিকেটে পন্থ এখনও পর্যন্ত সেভাবে তাঁর ক্ষমতা প্রসারণ করতে পারেননি। ভারতের হয়ে পন্থ ৩১টি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে ৩৩.৫ গড়ে ও ১০৬.২২ স্ট্রাইক রেটে ১টি শতরান ও ৫টি অর্ধশতরানের বিনিময়ে ৮৭১ রান বানিয়েছেন।

Read Also: অনুষ্কা নয় ইংল্যান্ডের রাস্তায় পর্নস্টারের সঙ্গে কোহলি, ভাইরাল ‘ছবি’ ঘিরে তোলপাড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *