Rishabh Pant: বৃষ্টির কারণে ভারত ও নিউজিল্যান্ডের প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে আপাতত ব্যাকফুটে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া কেবলমাত্র ৪৬ রান বানাতে সক্ষম হয়েছে। ঘরের মাঠে ভারতীয় দলের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে বিস্তর চর্চা শুরু হয়েছে। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের জবাবে ব্যাটিং করতে এসে দিনশেষে নিউজিল্যান্ড দল ৩ উইকেট হারিয়ে ১৮০ রান বানিয়ে ফেলেছে।
গুরুতর চোট পেয়েছেন পন্থ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে উইকেট কিপিং করার সময় হাঁটুতে আঘাত পেয়ে পন্থ (Rishabh Pant) মাঠ ছেড়ে চলে যেতে দেখা যায়। রবীন্দ্র জাদেজার বোলিংয়ে ডেভন কনওয়ের আগ্রাসী মেজাজ গ্রহণ করলে স্ট্যাম্প থেকে বেরিয়ে আসেন এবং তখন স্টাম্পিংয়ের একটি সুযোগ হাত ছাড়া করেন পন্থ এবং বল সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার পর হাঁটুতে আঘাত পান। তিনি অবিলম্বে মাঠের বাইরে চলে যান এবং দিনের বাকি সময় ধ্রুব জুরেলকে কিপিং করতে দেখা যায়।
Read More: Rishabh Pant: “নিলামে গেলে কি…” সোশ্যাল মিডিয়া পোস্টে দিল্লী ক্যাপিটালস ছাড়ার জল্পনা উস্কে দিলেন ঋষভ পন্থ !!
তবে, শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারতের উইকেট-রক্ষক ঋষভ পন্থের অনুপস্থিতি ভক্তদের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে। গতকাল দিন শেষে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে, যে হাঁটুতে ঋষভ পান্থের অস্ত্রোপচার হয়েছিল সেই হাঁটুতেই বলটি গিয়ে লাগে ভারতীয় দল কোনরকম ঝুঁকি না নিয়েই পান্ত কে মাঠের বাইরে পাঠানো হয় তার বদলে উইকেট কিপিং করতে দেখা গিয়েছে ধ্রুব জুড়েলকে। তবে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আশাবাদী দ্রুত ঋষভ সুস্থ হয়ে উঠবেন।
পন্থের চোট নিয়ে মুখ খুললেন রোহিত
মন্তব্য করে রোহিত (Rohit Sharma) বলেন, “বলটা সোজা গিয়ে পন্থের হাঁটুতে লেগেছিল। ওই পায়ে পন্থের অস্ত্রোপচার হয়েছিল, সেখানেই বলটা লেগেছে। এটা খুবই দুর্ভাগ্যের, ওর হাঁটু ফুলে রয়েছে। আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই ওকে মাঠ ছাড়তে হয়েছে। আশা করছি রাতের মধ্যে সুস্থ হয়ে যাবে ও।“