৯৯ রানের মাথায় উইকেট হারালেন ঋষভ পন্থ, হতাশার ছায়া ভারতীয় শিবিরে !! 1

Rishabh Pant: প্রথম টেস্টে পিছিয়ে থেকেও আসার আলো জাগাছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাসের ঘরের মতন ভেঙে পড়ে ভারতীয় দলের ব্যাটিং। প্রথম ইনিংসে কেবলমাত্র ৪৬ রান বানাতে সক্ষম হয়েছিল ভারতীয় দল। দলের এই মর্মাহত পারফরমেন্সের পর ব্যাটিং করতে এসে নিউজিল্যান্ড দলের হয়ে ৯১ রান বানিয়ে দুর্দান্ত সূচনা দিয়েছিলেন ডেভন কনওয়ে। এরপর ব্যাঙ্গালুরু বয় রচীন রবীন্দ্র ব্যাট হাতে ১৩৪ রানে দুরন্ত ইনিংস খেলেন। কিউই দল তাদের প্রথম ইনিংসে ৪০২ রান বানিয়ে ফেলে।

৩৫৬ রানে পিছিয়ে থাকার পর জবাবে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের দুই ওপেনার বেশ দারুন সূচনা করেন। ৩৫ রান বানিয়ে আউট হন জয়সওয়াল, ৫২ রান বানান ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে ডাক আউট হওয়া বিরাট কোহলি এবং সরফরাজ আহমেদ তাদের হারিয়ে যাওয়া ফর্ম দেখালেন। গতকাল দিন শেষে ৭০ রান বানিয়ে আউট হয়েছিলেন বিরাট কোহলি। চতুর্থ দিনের শুরুতে ভারতীয় দলের দুই তরুণ ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) এবং সরফরাজ খান (Sarfaraz Khan) ২১১ বলে ১৭৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

৯৯ রানে উইকেট হারালেন পন্থ

Rishabh Pant
Rushabh Pant | Image: Twitter

১৯৫ বলে ১৫০ রানের ইনিংস খেলেন সরফরাজ খান। টিম সাউদির বলে কভারের উপর দিয়ে বড় শট মারার প্রচেষ্টায় শর্ট কভারে দাঁড়িয়ে থাকা এজাজ প্যাটেলের কাছে সহজ ক্যাচ তুলে দেয়। তবে সরফরাজ আউট হওয়ার পরেও পন্থ (Rishabh Pant) তার আক্রমণাত্মক ব্যাটিং জারি রেখেছিলেন। সাউদির বলে একটি দুর্দান্ত ছক্কা হাঁকান ঋষভ এবং ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ৯৯ রানে পৌঁছে যান তিনি। তবে উইলিয়াম ও’রোর্কের বলে প্লে ডাউন বোল্ড হয়ে আউট হয়ে যান পন্থ। পন্থ আইট হতে বিষণ্ণ মুখ নিয়ে ক্যামেরায় ধরা দেন কেএল রাহুল। পাশাপশি ড্রেসিং রুমে ভারতীয় প্লেয়ারদের মধ্যে হতাশা দেখা যায়। ৪৩৩ রানের মাথায় ভারত পন্থকে হারিয়ে ফেলে সমস্যার মুখোমুখি হয়।

Read Also: “অপেক্ষার ফল…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রান হাঁকালেন সরফরাজ খান, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *