গরিবের মসীহা ঋষভ পান্থ, মেধাবী ছাত্রীকে সাহায্য করে দিলের বড়ো মনের পরিচয় !! 1

ভারতীয় ক্রিকেটাররা দেশের মানুষের কাছে খুবই কাছের। প্রতিটির রাজ্যের আলাদা সংস্কৃতি-ভাষার মধ্যে তারা এক বন্ধন তৈরি করেছেন। এর সঙ্গেই দেশের যেকোনো সমস্যার মধ্যে এই তারকা ক্রিকেটাররা হাত বাড়িয়ে দিয়ে আরও বেশি করে ভক্তদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন। ব্লু ব্রিগেডদের পারফর্মেন্স আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে একাধিক গুরুত্বপূর্ণ সম্মান এনে দিয়েছে। সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে বেন স্টোকসদের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে শুভমান গিলের (Shubman Gill) দল। এবার এই আবহে ক্রিকেটের বাইরে ঋষভ পান্থের (Rishabh Pant) মানবিক মুখ আবারও সমর্থকদের মন ছুঁয়ে গেল।

Read more: বুমরাহ নয় বরং এশিয়া কাপে পেস বিভাগের মুখ এই তারকা, পাকিস্তানের বিপক্ষে থাকছে প্রায়শ্চিত্তের সুযোগ !!

সাহায্যের হাত বাড়ালেন পান্থ-

গরিবের মসীহা ঋষভ পান্থ, মেধাবী ছাত্রীকে সাহায্য করে দিলের বড়ো মনের পরিচয় !! 2
Rishabh Pant and Jyoti | Images: Twitter

ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন চোট পেয়ে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন ঋষভ পান্থ (Rishabh Pant)। তিনি কবে আবার সম্পূর্ণ সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন তা এখনও জানা যায়নি। এর মধ্যেই এই তারকা ব্যাটসম্যান এক মেধাবী ছাত্রীকে সাহায্য করে আবারও বড়ো মনের পরিচয় দিলেন। কর্নাটকের রাবাকাভি গ্রামের বাসিন্দা জ্যোতি কঠিন দারিদ্র্যতার সঙ্গে লড়াই করে দ্বাদশ শ্রেণিতে ৮৩ শতাংশ নাম্বার পান।

কিন্তু এই মেধাবী ছাত্রী টাকার অভাবে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হতে পারছিলেন না। তার বাবা গ্রামে একটি ছোট্ট চায়ের দোকান চালান। এইরকম পরিস্থিতির মধ্যে গ্রামের স্থানীয় ঠিকাদার অনিল হুনাশিকাট্টির কাছে জামখন্ডির বিএলডিই কলেজে বিসিএ’র আসন নিশ্চিত করার জন্য সাহায্য চায় জ্যোতির পরিবার। অনিল কলেজের ভর্তি বিষয়ে প্রতিশ্রুতি দেন। তিনি এই বিষয়ে বেঙ্গালুরুতে তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন যাদের ঋষভ পান্থের (Rishabh Pant) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারতীয় তারকা ব্যাটসম্যান বিষয়টি জানার পরেই হস্তক্ষেপ করেন। তিনি ১৭ জুলাই সরাসরি কলেজের অ্যাকাউন্টে ৪০,০০০ টাকা পাঠিয়ে দেন। এর ফলে জ্যোতির প্রথম সেমিস্টারের ফি পরিশোধ হয়।

খুশি মেধাবী ছাত্রী-

গরিবের মসীহা ঋষভ পান্থ, মেধাবী ছাত্রীকে সাহায্য করে দিলের বড়ো মনের পরিচয় !! 3
Rishabh Pant | Images: Getty Images

ঋষভ পান্থ (Rishabh Pant) সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় খুশি কর্নাটকের এই মেধাবী ছাত্রী। তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি দ্বিতীয় পিইউসি পাস করার পর কলেজে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ার স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমার পারিবারের আর্থিক অবস্থা ভালো নয়। আমি অনিল হুনাশিকাট্টি ভাইয়ের সাথে যোগাযোগ করি। তিনি তার বেঙ্গালুরুর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। তারাই আমার এই পরিস্থিতির ঋষভ পান্থের (Rishabh Pant) নজরে এনেছিলেন।

এরপর তিনি আমায় সাহায্য করেছেন। পান্থ যেন সুস্থ থাকে সেই প্রার্থনা করছি। আশা করি তিনি আর্থিকভাবে পিছিয়ে থাকা আরও ছাত্র-ছাত্রীদের দিকে এই ভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন‌।” উল্লেখ্য ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা ব্যাটসম্যান। তিনি একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে সাহায্য করেছিলেন। তার ব্যাট থেকে আসে ৪ ম্যাচে মোট ৪৭৯ রান।

Read Also: ঈশান, শামি, বৈভব.. ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লাল বলের টুর্নামেন্টের জন্য প্রকাশিত হল দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *