৪,৪,৪,৪,৬,৬... বিজয় হাজারেতে ধামাকা করলেন ঋষভ পন্থ, খেললেন ৭০ রানের বিস্ফোরক ইনিংস !! 1

বিজয় হাজারে ট্রফির মঞ্চে দিল্লির ম্যাচ মানেই আলাদা আকর্ষণ। তার ওপর দলে যখন রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকারা, তখন স্বাভাবিকভাবেই নজর থাকে গোটা ক্রিকেটমহলের। তেমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া করলেও দায়িত্বশীল ব্যাটিংয়ে দিল্লিকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিলেন অধিনায়ক ঋষভ পন্থ।  এবারের বিজয় হাজারের দিল্লির অধিনায়ক হিসাবে খেলতে দেখতে পাওয়া যাচ্ছে ঋষভ পন্থকে (Rishabh Pant), প্রথম ম্যাচে সেভাবে রান পাননি পন্থ। তবে, দ্বিতীয় ম্যাচে ফাইট ব্যাক করলেন তিনি।

প্রসঙ্গত, বিজয় হাজারে ট্রফি ভারতের ঘরোয়া ক্রিকেটে একদিনের ফরম্যাটের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। জাতীয় দলে ফেরার দৌড়ে থাকা বহু ক্রিকেটারের কাছে এই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋষভ পন্থের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত থাকার পর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই ছিল তাঁর কাছে একমাত্র হাতিয়ার। আজ গুজরাটের বিরুদ্ধে ঋষভ পন্থের ইনিংস ছিল দায়িত্ব ও আগ্রাসনের মিশেল। দিল্লির শুরুটা মনের মতন না হলেও বিরাট কোহলির ব্যাট থেকে ৭৭ রানের একটি ঝকঝকে ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল। পন্থও পিছিয়ে ছিলেন না, তাকে একাধিক দর্শনীয় চার ও ছয় দেখতে পাওয়া যায় এবং ৭০ রানের একটি ঝকঝকে ইনিংস খেলতে দেখতে পাওয়া যায়। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তাঁর আগ্রাসী মনোভাব দিল্লির রান তোলার গতি বাড়ায়।

Read More: রোহিত-বিরাটের পারফর্মেন্সে গম্ভীরের অবস্থা কেরোসিন, হেড কোচের পদ থেকে হচ্ছেন বরখাস্ত !!

বিজয় হাজারেতে ঝড়ো ইনিংস খেললেন ঋষভ পন্থ

ঋষভ পন্থ
Rishabh Pant | Image; Twitter

তবে দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরির খুব কাছাকাছি থেকেও উইকেট হারিয়ে ফেলেন পন্থ। বিরাট কোহলি ৬১ বলে ৭৭ রান বানান তো পন্থ ৭৯ বলে ৭০ রানের ইনিংস খেলেন। পন্থের ব্যাট থেকে, ৮টি চার ও ২টি ছক্কা এসেছে। ঋষভ পন্থের এই ইনিংস শুধুমাত্র একটি ম্যাচের পারফরম্যান্স নয়, বরং তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ারের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় দলে ফেরার দৌড়ে তিনি যে এখনও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত, এই ইনিংস তারই প্রমাণ। সেঞ্চুরি হাতছাড়া হলেও ঋষভ পন্থ প্রমাণ করলেন, তিনি এখনও বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন। ঋষভ পন্থ অবশ্য ওডিআই দলে সেভাবে সুযোগ পাচ্ছেন না, দীর্ঘদিন ওডিআই দলের অংশ হলেও তিনি খেলার কোনোরকম সুযোগ পাচ্ছেন না বলেলেই চলে। শেষবার তিনি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলেছিলেন।

Read Also: ক্যাপ্টেন রোহিত-ভাইস ক্যাপ্টেন বিরাট, নিউজিল্যান্ডের বিপক্ষে ODI সিরিজের জন্য ভারতীয় দল এল প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *