ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে বর্তমানে গুরুত্বপূর্ণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছে। বুধবার থেকে এই সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হয়েছে। কিন্তু চোটের কারণে একের পর এক তারকা ক্রিকেটার মাঠের বাইরে চলে যাওয়ায় বর্তমানে সমস্যার মধ্যে রয়েছে ব্লু ব্রিগেডরা। রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তিনি সামনে থেকে দলকে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিলেও ব্লু ব্রিগেডরা ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে। এর মধ্যেই চোটের কারণে ছিটকে গেলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। তার শারীরিক অবস্থার বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: ম্যানচেস্টারে শুভ সূচনা ভারতের, দুরন্ত ব্যাটিং করলেন যশস্বী-সুদর্শন !!
গুরুতর চোট পেয়েছেন পান্থ-

ভারতীয় টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ঋষভ পান্থ (Rishabh Pant)। বর্তমানে চলতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম থেকেই তিনি ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন। হেডিংলেতে প্রথম ম্যাচে দুই ইনিংসেই শতরান করে নতুন রেকর্ড গড়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। তবে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচে প্রথম দিনেই চোটের কবলে পড়েন পান্থ (Rishabh Pant)। ম্যাচের প্রথম ইনিংসে দলের হয়ে ব্যাট করতে নেমে বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি।
বুধবার অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ওল্ড ট্র্যাফোর্ডেও ব্যাট হাতে ব্যর্থ হলে ঋষভ পান্থ (Rishabh Pant) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এইরকম পরিস্থিতিতে ইংল্যান্ড তারকা ক্রিস ওকসের (Chris Woakes) করা একটি বল রিভার্স-সুইপ করতে গিয়ে মিস করেন ভারতীয় সহ অধিনায়ক। সেই সময় বলটি সরাসরি তার ডান পায়ে এসে সজোরে আঘাত করে। মাঠের মধ্যেই যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন ঋষভ পান্থ (Rishabh Pant)। পা দিয়ে তার রক্ত ঝরতে পর্যন্ত দেখা যায়। ফলে দ্রুত তাকে মাঠের বাইরে নিয়ে গিয়ে মেডিকেল সেন্টারে পাঠানো হয়।
মাঠের বাইরে চলে গেলেন পান্থ-

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচে রিটায়ার্ড আউট হওয়ার আগে ঋষভ পান্থ ৪৮ বলে ৩৭ রানে ব্যাটিং করছিলেন। গুরুতর চোট পাওয়ার পর এই ব্যাটসম্যানের খুব দ্রুত চিকিৎসা শুরু হয়। ব্যথানাশক ওষুধের মাধ্যমে তিনি আবারও ব্যাট করতে আসতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা শুরু করেন কর্মকর্তারা। কিন্তু বর্তমানে সূত্র অনুযায়ী চোটের কারণে ঋষভ পান্থকে (Rishabh Pant) ৬ সপ্তাহ পর্যন্ত বেড রেস্টের জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসক দল।
ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য সংবাদমধ্যমকে বলেন, “স্ক্যানের রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্টে পায়ের আঙুলের ফ্র্যাকচার হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। চিকিৎসক দল ব্যথানাশক ওষুধের মাধ্যমে তাকে আবারও ব্যাট করতে পাঠানোর চেষ্টা করছিলেন। কিন্তু বর্তমানে তা সম্ভব নয়। ৬ সপ্তাহ পর্যন্ত তাকে বেড রেস্ট থাকতে হবে। ঋষভ পান্থ একদমই হাঁটতে পারছেন না।” উল্লেখ্য এর ফলে আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের (IND vs SL) ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হলে তাতে অংশগ্রহণ করতে পারবেন না এই তারকা ব্যাটসম্যান।