আবার চোট পেলেন ঋষভ পন্থ, দক্ষিণ আফ্রিকা টেস্টে নামা অনিশ্চিত !! 1

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলার পর আবার দেশে ফিরে আসবে ভারতীয় দল। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফর্মাটেই সিরিজ খেলতে প্রস্তুত ভারতীয় দল। ভারতীয় দল প্রথমে ১৪ই নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড প্রকাশ্যে এসেছে। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল (Shubman Gill)। দলে ফিরেছেন ঋষভ পন্থও (Rishabh Pant) তিনি দলের সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন। ঋষভ পন্থের ফিরে আসাটা ভারতীয় দলের কাছে প্লাস পয়েন্ট। বর্তমানে পন্থকে ভারত এ দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখতে পাওয়া যাচ্ছে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

গুরুতর চোট পেলেন ঋষভ পন্থ

engineer-wants-rishabh-to-be-sensible
Rishabh Pant | Image: Getty Images

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টে ফের চোটের ধাক্কা খেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সম্প্রতি, জুলাই মাসে ইংল্যান্ড সিরিজে ক্রিস ওয়কসের বলে চোট পেয়েছিলেন পন্থ। দীর্ঘদিনের চোট সারিয়ে সম্প্রতি মাঠে ফিরলেন তিনি। কিন্তু প্রত্যাবর্তনের অল্পদিনের মধ্যেই ফের নতুন করে চোটের আতঙ্ক ঘিরে ধরেছে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারকে। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনবার আঘাত পেলেন ঋষভ। এরপর তিনি ব্যাটিং না করে ড্রেসিং রুমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যে কারণেই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে।

Read More: বিশ্বকাপ জয়ের পর নিজের শহরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে বাঁধ-ভাঙা উচ্ছ্বাসে মাতলেন ভক্তরা !!

বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে চলা দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারতের এ দলের ক্যাপ্টেনসি করছেন পন্থ। প্রথম ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে সেভাবে সফলতা আসেনি পন্থের ব্যাট থেকে। প্রথম ইনিংসে ২৪ রানে আউট হন পন্থ এবং দ্বিতীয় ইনিংসে আগ্রাসী ব্যাটিং চালানোর পর সাজঘরে ফেরার সিদ্ধান্ত নেন। আসলে, পন্থ শেপো মোরেকির এক ওভারেই মারেন দুটি চার ও একটি ছয়। তবে তার কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি। মিড উইকেটের দিকে শট মারতে গিয়ে মোরেকির শর্ট বল সরাসরি গিয়ে লাগে পন্থের হেলমেটে। সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেওয়া হয়, এবং তাঁর কনকাশন টেস্ট করা হয়। প্রাথমিকভাবে গুরুতর না হলেও, আঘাতের ধাক্কা কাটিয়ে তিনি খেলা চালিয়ে যান।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পন্থকে নিয়ে রয়েছে আশঙ্কা

পন্থ
Rishabh Pant | Image: Getty Images

তবে দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। কিছু সময় পর মোরেকির আরেকটি শর্ট বল এসে সোজা লাগে পন্থের বাঁ হাতে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি, এমনকি গ্লাভস খুলে ফেলেন। ফিজিও এসে শুশ্রূষা করার পর ফের ব্যাট হাতে নেন পন্থ। কিন্তু তৃতীয়বার একই বোলারের বল এবার গিয়ে লাগে তাঁর তলপেটে। টানা তিনটি আঘাতের পর আর ঝুঁকি নেননি ভারতীয় অধিনায়ক। চিকিৎসকের পরামর্শে তিনি “রিটায়ার্ড হার্ট” হয়ে মাঠ ছাড়েন এবং ড্রেসিংরুমে ফিরে যান। ম্যাচ শেষে বিসিসিআই সূত্রে জানা গেছে, পন্থের চোট আপাতত গুরুতর নয়, তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Read Also: “পিরিয়ড শেষ হলে চলে আসিস…” বিশ্বকাপ শেষেই বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তারকা খেলোয়াড়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *