চলতি টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন ঋষভ পন্থ, মাথায় হাত টিম ইন্ডিয়ার !! 1

Rishabh Pant: ১-১ ফলাফল নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচটি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। লর্ডস টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে আসতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আর এই টেস্ট শুরু হতেই মাথায় হাত ভারতীয় টিম ম্যানেজমেন্টের। আসলে, লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেও মাঠে নামতে পারলেন না উইকেট রক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। উইকেটের পিছনে আজকেও দেখতে পাওয়া গেল ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel)। তৃতীয় টেস্টে ব্যাট হাতে পন্থ নামবেন কিনা তাও স্পষ্ট করে বলা যাচ্ছে না।

প্রথম দিনেই চোট পেয়েছিলেন ঋষভ পন্থ

Rishabh pant
Rishabh Pant | Image: Getty Images

আসলে, চলতি টেস্টের প্রথম দিনে আঙুলে চোট পাওয়ার পর টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) আর মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন বলে বিসিসিআই নিশ্চিত করেছে। তৃতীয় টেস্টের প্রথম দিনেই উইকেট কিপিং করতে দেখা গিয়েছিল তাকে। তবে, লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের সকালে গ্লাভস হাতে দেখা যায় জুড়েলকেই, যা নিশ্চিত করে যে ঋষভ পন্থ এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের প্রথম দিনে পন্থের বাঁ হাতের তর্জনিতে আঘাত পেয়েছিলেন। এরপর অবশ্য ফিজিওকে সঙ্গে নিয়েই তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল। আপাতত, পন্থকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়।

Read More: W, W, W, W, W…আগুনে বোলিং আইরিশ অলরাউন্ডারের, টানা পাঁচ বলে নিলেন পাঁচ উইকেট !!

বিসিসিআই এদিন একটি বিবৃতিতে জানিয়েছিল, “ঋষভ পন্থ চলতি টেস্টের প্রথম দিন আঙুলে চোট পেয়েছেন। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন তাই তাঁর পরিবর্তে ধ্রুব জুরেল উইকেটকিপিংয়ের দায়িত্বে রয়েছেন।” প্রথম দিনের দ্বিতীয় সেশনেই সরে দাঁড়াতে হয়েছিল পন্থকে। পন্থের চোট গুরুতর হওয়ার কারনে ফিজিওর প্রাথমিক চিকিৎসার পরেও মাঠে ফিরতে পারেননি। যে কারণেই, ধ্রুব জুরেল তৃতীয় টেস্টের মূল একাদশে না থাকলেও তাঁকে উইকেটের দায়িত্বে আনা হয় পন্থের পরিবর্তে।

দ্বিতীয় দিনেও মাঠে আসেননি পন্থ

Rishabh pant
Rishabh Pant | Image: Twitter

প্রথম দিনে ৩৪ তম ওভারে ঘটেছিল এই ঘটনাটি। জসপ্রীত বুমরাহের একটি বল লেগ সাইড দিয়ে যাওয়ার সময় পন্থ ঝাঁপিয়ে বলটি ধরতে যান এবং সেই সমেয়েই বাঁ হাতের তর্জনিতে চোট লাগে তাঁর। যদিও কিছুক্ষণের জন্য তিনি মাঠে থাকতে চাইলেও বুমরাহের ওভার শেষ হতেই মাঠ ছেড়ে বেরিয়ে যান পন্থ। দ্বিতীয় দিনে ঋষভ পন্থকে নিয়ে আবার বড় আপডেট দিয়েছে বিসিসিআই। বিসিসিআই জানিয়েছে, “ঋষভ পন্থ তার বাম তর্জনীর আঘাত থেকে সেরে উঠছেন। বিসিসিআইয়ের মেডিকেল টিম তার অগ্রগতি পর্যবেক্ষণ করছে। ধ্রুব জুরেল দ্বিতীয় দিনেও উইকেটকিপিং চালিয়ে যাবেন।

Read Also: Rishabh Pant: দিল্লী প্রিমিয়ার লীগে নাম লেখালেন বিরাট, মাঠ মাতাতে দেখা যাবে পন্থ-বাদোনিদেরও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *