অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে খেলা হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হয়ে গিয়েছে। এই টেস্ট সিরিজে ভারতীয় দল দারুণ প্রদর্শন করে অস্ট্রেলিয়াকে ২-১ এ মাত দিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে জয় হাসিল করেছে।
ঋষভ পন্থ নিজের স্টাইলে দর্শকদের করলেন মনোরঞ্জন
এই টেস্ট সিরিজে ভারতীয় দলের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ দুর্দান্তভাবে শিরোনামে উঠে এসেছেন। ঋষভ পন্থ না খালি নিজের খেলা যার মধ্যে ব্যাটিং এবং উইকেটকিপিং রয়েছে তা দিয়ে নয় বরং নিজের মজাদার স্টাইলে দর্শকদের মনোরঞ্জন করেছেন।
ঋষভ পন্থকে এই টেস্ট সিরিজে সবচেয়ে বেশি তো অস্ট্রেলিয়ার অধিনায়ক আর উইকেটকিপার টিম পেনের সঙ্গে বিশেষ মুখের লড়াইতে ভীষণই জোরদার দেখিয়েছে। ঋষভ আর টিম পেনের মধ্যে পুরো সিরিজ চলাকালীন এই লড়াই চলেছে।
ঋষভ পন্থ করলেন ভারত আর্মির সঙ্গে ডান্স
সিডনিতে খেলা হওয়া শেষ টেস্ট ম্যাচ ড্র হয়ে শেষ হওয়ার পর ভারতীয় দল চার ম্যাচের এই সিরিজ ২-১ ফলাফলে নিজেদের নামে করে নিয়েছে। এই জয়ের পর পুরো ভারতীয় ক্রিকেটের খুশির স্রোত বয়ে গিয়েছে।
#AUSvIND Scenes of @RishabPant777 dancing to our song; ‘We’ve got Pant’ !
.
‘We’ve got Pant
Rishab Pant
I just don’t think you’ll understand
He’ll hit you for a six
He’ll babysit your kids
We’ve got Rishab Pant’
.
#BharatArmySongBook #BharatArmy #12thMan #COTI ???? pic.twitter.com/l9WoTlqLnu— The Bharat Army (@thebharatarmy) 8 January 2019
তো অন্যদিকে এই বিশেষ আর ঐতিহাসিক জয়ের পর ভারতীয় খেলোয়াড়দের মধ্যে দারুণ উৎসবের পরিবেশ দেখতে পাওয়া গেছে। এই পরিবেশের মধ্যে ভারতীয় দলকে সাপোর্ট করতে পৌঁছনো ভারত আর্মির সঙ্গে ডান্সও করেছেন।
ঋষভ পন্থের প্রদর্শনে খুশি হয়ে ভারত আর্মি তার নামে গাইল গান
ভারত আর্মি দর্শক আসন থেকে ঋষভ পন্থকে নিয়ে একটি ইংরেজি গান গেয়েছে। তো তার উপর ঋষভ পন্থ ভারত আর্মির গানে ডান্স করে তাদের মনোরঞ্জন করার প্রচেষ্টা করেন।
আপনাদের জানিয়ে দিই যে ঋষভ পন্থের জন্য এই টেস্ট সিরিজ দারুণ থেকেছে। ঋষভ পন্থ উইকেটের পেছেন ২০টির বেশি ক্যাচ নেওয়ার পাশাপাশি টেস্ট সিরিজে পুজারার পর সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানও হয়েছে। যার মধ্যে তিনি সিডনি টেস্টে ১৫৯ রানের ইনিংস খেলেন।