রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। এই তরুণ ব্যাটসম্যানের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিপক্ষে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় দল। ম্যাচে ৩০ রানে হারের সম্মুখীন হয় ব্লু ব্রিগেডরা। অন্যদিকে এই ম্যাচ চলাকালীন ঘাড়ে গুরুতর চোট পেয়ে ছিটকে যান অধিনায়ক। ফলে দ্বিতীয় টেস্টে প্রটিয়াদের বিপক্ষে ঋষভ পান্থ (Rishabh Pant) নেতৃত্বের দায়িত্বে আসেন। কিন্তু তিনিও ভারতীয় টেস্ট দলের হাল ফেরাতে পারেননি। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ হাতছাড়া করার পর ভুল থেকে দল শিখবে বলে এবার জানালেন ঋষভ পান্থ (Rishabh Pant)।
Read More: স্মৃতির বিয়ে ভাঙার পিছনে তারই ‘প্রিয় বান্ধবী’, বিয়ের আগের রাতে ঘনিষ্ঠ হলেন পলাশ !!
ভারতের লজ্জাজনক হার-

দক্ষিণ আফ্রিকা প্রথম থেকে ভারতীয় দলের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন সেনুরান মুতুসামি (Senuran Muthusamy)। তার দুরন্ত শতরানে ভর করে দল ৪৯৮ রানে পৌঁছায়। এই রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৯৭ বলে ৫৮ রান এবং ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) ৯২ বলে ৪৮ রান করে লড়াই চালান। তবে প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে পৌঁছায় ভারত। অনেকটাই এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও টেম্বা বাভুমারা (Temba Bavuma) দুরন্ত ফর্মে শুরু করেন।
৯৪ রানের ইনিংস আসে ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) ব্যাট থেকে। টনি ডি জর্জি (Tony de Zorzi) করেন দুরন্ত অর্ধশতরান। এই ইনিংসে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৪ টি উইকেট তুলে নিয়ে লড়াই চালালেও বাকি বোলিং অর্ডার ফ্যাকাশে ছিল। মূল স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) একটিও উইকেট নিজের দখলে করতে পারেননি। রীতিমতো হতাশ করেন জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah)। ফলে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে দেয় প্রোটিয়ারা।
বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে ঋষভ পান্থদের (Rishabh Pant) ব্যাটিং দুর্দশা সকলের সামনে চলে আসে। জাদেজা দ্বিতীয় ইনিংসে ৫৮ রান তুলে নিলেও আর কেউ বড়ো ইনিংস খেলতে পারেননি। ১৪০ রানেই অলআউট হয়ে যায় ভারত। সিমোন হারমার (Simon Harmer) একাই ৬ উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। শেষ পর্যন্ত ৪০৮ রানে জয় তুলে নিয়ে ম্যাচটি নিজেদের দখলে করে দক্ষিণ আফ্রিকা। ২৫ বছর পর ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজে হারিয়ে রেকর্ড গড়লেন এইডেন মার্করামরা।
ঋষভ পান্থের মন্তব্য-

ম্যাচ শেষে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, “অবশ্যই এই পরাজয় হতাশাজনক। দল হিসেবে আমাদের আরও ভালো হতে হবে। অবশ্যই এই জয়ের কৃতিত্ব বিপক্ষদের। তারা সত্যিই আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। নিশ্চিতভাবে তারা সিরিজে আধিপত্য বিস্তার করেছিল। এর সঙ্গেই বলতে হয় ক্রিকেটকে কখনই হালকাভাবে নেওয়া যায় না। ঘরের মাঠে খেলছি তাও আমাদের ভাবনাচিন্তা পরিষ্কার রাখতে হবে। ম্যাচে এমন অনেক মুহূর্ত ছিল যখন আমরা দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেছিলাম। কিন্তু সেই মুহূর্তগুলো আমরা কাজে লাগাতে পারিনি।
ভুল থেকে আমরা শিখব এবং ভবিষ্যতে আরও উন্নতি করার চেষ্টা করব। ঘরের মাঠে বা বাইরের মাঠে যেখানেই খেল দৃঢ়ভাবে অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। ম্যাচে অনেক মুহূর্ত আসে যাকে ব্যাটিং ইউনিট হিসেবে, দল হিসেবে কাজে লাগাতে হয়। কিন্তু দল হিসাবে আমরা ম্যাচে সেটা দীর্ঘ সময় ধরে কাজে লাগাতে পারেনি। ফলে আমাদের সিরিজ জুড়ে তারই খেসারত দিতে হয়েছে। আমাদের নিজেদের পরিকল্পনার ওপর ফোকাস করাই এই সিরিজের ইতিবাচক দিক ছিল বলে আমার মনে হয়। এই বিষয়টি আরও ভালো করতে হবে।”