লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে ঋষভ পন্থের (Rishabh Pant) অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) শিবিরে আলোড়ন তৈরি করে দিয়েছেন। আজ আইপিএল ২০২৫-এর শেষ লিগ খেলায়, পন্থ দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। আরসিবির বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দুরন্ত রানের পাহাড় খাড়া করেছে লখনৌ সুপার জায়ান্টস। আইপিএলের মঞ্চে এটি তার দ্বিতীয় শতরান, ২০১৮ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ১২৮* রানের দুরন্ত একটি ইনিংস খেলেছিলেন। সাত বছর পর আবার আইপিএলের মঞ্চে দুরন্ত একটি শতরান হাঁকালেন পন্থ।
প্রথম ১২ ইনিংসে পন্থ লখনৌ ভক্তদের হতাশ করেছিলেন। কেবলমাত্র ১৩.৭৩ গড়ে এবং ১০৭.০৯ স্ট্রাইক রেটে ১৫১ রান বানিয়েছিলেন এই তারকা। আজকের ম্যাচটি আরসিবির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। কারণ আজকের ম্যাচ জিতলে তারা পয়েন্ট তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে পৌঁছে যাওয়ার একটি সম্ভবনা ছিল। চলতি আইপিএলের শেষ ম্যাচে লখনৌ দলের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma)।
Read More: চাহালকে বাস ড্রাইভারের সঙ্গে তুলনা, শশাঙ্ক সিংয়ের মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
আরসিবির বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকালেন পন্থ

টস হেরে প্রথমে ব্যাটিং করে শুরুতেই উইকেট হারিয়ে ফেলেন ব্রেথজকে। আজ তিনে ব্যাটিং করতে আসেন ঋষভ পন্থ। ইনফর্ম মিচেল মার্সের (Mitchell Marsh) সঙ্গে প্রথমে ৭৮ বলে ১৫২ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন পন্থ। মার্স ৩৭ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলেন। মার্স আউট হলেও নিকোলাস পুরানের (Nicholas Pooran) সঙ্গে ২৬ বলে ৪৯ রানের পার্টনারশিপ গড়েন পন্থ। তবে ঋষভ আজকের ম্যাচে লখনৌ দলের হয়ে ৬১ বলে ১১টি চার ও ৮টি ছক্কায় ১১৮ রানের দুরন্ত ইনিংস খেলেন।
পন্থের এই ইনিংসের দৌলতে লখনৌ দল ৩ উইকেটে ২২৭ রান বানাতে সক্ষম হয়। মৌসুমে চেন্নাইয়ের বিরুদ্ধে একটি অর্ধ-শতরান হাঁকানোর পর পন্থ আজ আরসিবির বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের নাম ও দামের প্রতি সুবিচার করলেন। আজ সেঞ্চুরি হাঁকিয়ে অভিনব ভূমিকায় নিজের শতরান উদযাপন করলেন পন্থ।