IPL 2024: ছিটকে যাওয়ার সম্ভাবনা ঋষভ পন্থের, এই কারণে খেলা হবে না IPL-এর একটি ম্যাচও !! 1

IPL 2024: ২০২২ সালের ৩০ ডিসেম্বর চমকে দেওয়ার মত এক খবরে ঘুম ভেঙেছিলো গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের। ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) ভোররাতে গাড়ি চালিয়ে দিল্লী থেকে উত্তরাখণ্ডের রুরকিতে ফিরছিলেন নিজের বাড়িতে। মুহূর্তের অসাবধানতায় পন্থের গাড়িটি ধাক্কা মারে হাইওয়ে’র ডিভাইডারে। উলটে যায় সেটি। সাথে সাথে ধরে যায় আগুন। কোনোক্রমে সামনের উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে আসতে পারায় প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু আঘাত এড়াতে পারেন নি। পায়ে, মুখে, পিঠে গভীর ক্ষত তৈরি হয়। এছাড়া ছিঁড়ে যায় হাঁটুর লিগামেন্ট। প্রথমে দেহরাদুনে ও পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে মুম্বইতে চিকিৎসা চলে তাঁর। করা হয় অস্ত্রোপচার’ও।

দুর্ঘটনা ঋষভের (Rishabh Pant)  ক্রিকেট কেরিয়ারকেই ঠেলে দিয়েছিলো অনিশ্চয়তার মুখে। অস্ত্রোপচারের পর ক্রাচ নিয়ে চলাফেরা করতে হয়েছে তাঁকে। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন পন্থ। ক্রিকেটের বাইশ গজ থেকে তাঁকে সরে যেতে হয়েছিলো অনেকখানি দূরে। ২০২৩-এ  খেলতে পারেন নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি। সম্পূর্ণ আইপিএল (IPL) মরসুম তাঁকে কাটাতে হয়েছে মাঠের বাইরে বসে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC) বা ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত অনুভব করেছে ঋষভের অনুপস্থিতি। দীর্ঘ সময় রিহ্যাব চলেছে তাঁর। দিনের পর দিন থাকতে হয়েছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের পর্যবেক্ষনে।

Read More: কেরিয়ারে ১৩বার মাথায় বল লেগে মাঠের বাইরে অজি ক্রিকেটার, ভিডিও মুহূর্তে হল ভাইরাল !!

অনিশ্চিত হতে পারে ঋষভের মাঠে ফেরা-

Rishabh Pant and Ricky Ponting | IPL | Image: Getty Images
Rishabh Pant and Ricky Ponting | Image: Getty Images

সম্পূর্ণ ২০২৩ সালে একটিও প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারেন নি ঋষভ পন্থ (Rishabh Pant) । জীবনের যন্ত্রণাময় একটা অধ্যায় কাটানোর পর অবশেষে ভাগ্যের চাকা ঘোরার সম্ভাবনা ঋষভের (Rishabh Pant)। ২০২৪-এর আইপিএলে (IPL) মাঠে ফিরতে পারেন তিনি। মেলবোর্নে এক অনুষ্ঠানে ক্রিকেট অনুরাগীদের ঋষভ সম্পর্কে জানাতে গিয়েছে আশাবাদী শুনিয়েছে খোদ দিল্লী ক্যাপিটালস কোচ রিকি পন্টিং’কে (Ricky Ponting)। পন্টিং জানিয়েছেন, “ঋষভ খুবই আত্মবিশ্বাসী যে ও খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে।” একই কথা জানিয়েছেন দিল্লী দলের ডায়রেক্ট্র অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় ও কর্ণধার পার্থ জিন্দল। কিন্তু সংশয়ের প্রহর যে এখনও পুরোপুরি কাটে নি তা পরিষ্কার হয়েছে কোচ পন্টিং-এর কথাতেই। মেলবোর্নে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “কোন ভূমিকায় ওকে পাওয়া যাবে, সেই ব্যাপারে আমরা নিশ্চিত নয়।”

গত ডিসেম্বরের মিনি নিলামে ঋষভ (Rishabh Pant)  উপস্থিত ছিলেন দুবাইতে। সৌরভ-পন্টিংদের সাথে বসেছিলেন নিলামের টেবিলেও। ব্যাট হাতে তাঁর অনুশীলনের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে উইকেটকিপিং করতেও। তাও গোটা আইপিএলে (IPL) তাঁর খেলা নিয়ে এখনও নিশ্চিত হতে পারছেন না অনুরাগী’রা। তার প্রধান কারণ বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (NCA) থেকে এখনও সবুজ সংকেত না মেলা। এনসিএ’র তত্ত্বাবধানেই রিহ্যাব সম্পূর্ণ করেছেন ঋষভ। আইপিএল শুরুর আগে তাঁর চোট পরীক্ষা করে দেখতে চলেছেন চিকিৎসকেরা। তাঁরা ছাড়পত্র দিলে তবেই একমাত্র মাঠে নামতে পারবেন ঋষভ। সামনে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচ রয়েছে। তার কথা মাথায় রেখে আধাফিট ঋষভকে আইপিএলকে খেলতে অনুমতি দেওয়া হবে না কখনোই।

ঋষভ পন্থের পরিসংখ্যান-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

২০১৭ সালের পয়লা ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন ঋষভ পন্থ (Rishabh Pant) । বেঙ্গালুরুতে টি-২০ ম্যাচে ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ২০১৮ সালের অগস্ট মাসে ইংল্যান্ডের নটিংহ্যামে ভারতের টেস্ট ক্যাপ পান ঋষভ (Rishabh Pant)  একদিনের ক্রিকেটে ঋষভ পন্থের  (Rishabh Pant) অভিষেক ২০১৮ সালেরই ফেব্রুয়ারি মাসে। গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম মাঠে নামেন তিনি। এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩ টেস্ট, ৩০টি ওডিআই ও ৬৬টি টি-২০ ম্যাচে দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার সৌভাগ্য হয়েছে ঋষভ পন্থের।

৩৩ টেস্টে ৪৩.৬৭ গড়ে ২২৭১ রান করেছেন ঋষভ (Rishabh Pant) । শতরান ৫টি, অর্ধশতক ১১টি। স্ট্রাইক রেট ৭৪-এর আশেপাশে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কঠিন পরিবেশেও ম্যাচ জেতানো ইনিংস রয়েছে তাঁর। একদিনের ক্রিকেটে ৩০ ম্যাচে ৩৪.৬০ গড়ে ৮৬৫ রান করেছেন তিনি। শতরান ১টি ও অর্ধশতক ৫টি। আন্তর্জাতিক টি-২০তে ৬৬ ম্যাচে ২২.৪৩ গড়ে করেছেন ৯৮৭ রান। রয়েছে তিনটি অর্ধশতক। আইপিএলে (IPL) তিনি আগাগোড়াই খেলছেন দিল্লী ফ্র্যাঞ্চাইজির হয়ে। ২০২২ সালে তাঁকে অধিনায়ক নির্বাচিত করে দিল্লী ক্যাপিটালস (DC)। ৯৮ ম্যাচে ৩৪.৬১ গড়ে ২৮৩৮ রান করেছেন তিনি। রয়েছে ১টি শতরান ও ১৫টি অর্ধশতক।

Also Read: IPL 2024: বাঙালি সাজে শ্রেয়স আইয়ার, পাঞ্জাবি ধাবায় মজলেন ঋষভ পন্থ, সমাজমাধ্যমে হইচই ফেললো IPL-এর নতুন প্রোমো !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *