ভাঙা পা নিয়েই দলের স্বার্থে সবাইকে চমকে দিয়ে বাইশ গজে হাজির ঋষভ পন্থ, ভাইরাল ভিডিও !! 1

Rishabh Pant: ইংল্যান্ড বনাম ভারতের (ENG vs IND) মধ্যে অনুষ্ঠিত হওয়া অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির চতুর্থ ম্যাচটি ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই লরাইটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর ম্যাচে টস হেরে অবশ্য প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দলকে। প্রথম দিন থেকেই ব্যাট হাতে ভারতীয় দলের লড়াই চলছিল। ব্যাট হাতে প্রথম দিনেই অর্ধশতরান বানিয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন। তবে, প্রথম দিনেই খেলায় ৬৪তম ওভারে ঋষভ পন্থ তাঁর পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

তবে দ্বিতীয় দিনে,ব্যথা-যন্ত্রণা সবই উপেক্ষা করা যায় মনের জোর থাকলে। বরাবরই ভয়ডরহীন মানসিকতার ঋষভ পন্থ (Rishabh Pant) চোট উপেক্ষা করে নেমে পড়লেন ব্যাট করতে।ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিনে ভারতের রান যখন ৩১৪, ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের বলে উইকেট হারিয়ে ফেলেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)। ৪১ রান বানিয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলে উইকেট হারিয়ে ফেলেন ঠাকুর। ছয় উইকেট হারানোর পর ভক্তদের নজর যায় ভারতীয় দলের ড্রেসিং রুমের দিকে। ওল্ড ট্র্যাফোর্ড দেখল সেই অবাক করা দৃশ্য। প্যাভিলিয়ন থেকে ব্যাট হাতে নামতে দেখা গেল ঋষভ পন্থকে। গোটা স্টেডিয়াম তখন কুর্নিশ জানাচ্ছে ভারতের সহ-অধিনায়ককে।

Read More: শক্তি বাড়ছে LSG দলের, KKR’এর প্রাক্তন কোচকে করছে দলে শামিল !!

ভাঙা পা নিয়ে ব্যাটিংয়ে আসেন পন্থ

Rishabh pant
Rishabh Pant | Image: Twitter

দিনের শুরুতে বিসিসিআই (BCCI) ভারতীয় দলের সহ অধিনায়ককে নিয়ে বড় আপডেট দিয়েছিল। বিসিসিআই জানিয়ে দেয়, পন্থ গুরুতর চোট পাওয়ার পর উইকেট কিপিংয়ের ভূমিকা পালন করবেন না। ধ্রুব জুড়েল উভয় ইনিংসে উইকেট কিপিংয়ের ভূমিকা পালন করবেন এবং দলের প্রয়োজনে ব্যাটিং করতে দেখা যাবে ঋষভ পন্থকে। পন্থ, এই সিরিজে ব্যাট হাতে অসাধারণ ছন্দে ছিলেন। প্রথম টেস্টেই জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর শেষ দুই ম্যাচে একটি করে হাফ সেঞ্চুরিও করেছেন পন্থ। ব্যাট হাতে পন্থ এই সিরিজে ৪ ম্যাচে ৭০.৮৩ গড়ে ৪৭৯ রান বানিয়ে ফেলেছে। পাশাপশি, আজকের এই ম্যাচেও ৭৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান বানিয়েছিলেন। পন্থ আউট হতেই তাসের ঘরের মতন ভেঙে পড়ে ভারতীয় দলের ইনিংস। ৩৫৮ রানে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করেছে।

Read Also: Rishabh Pant: পন্থের চোটে কপাল খুললো এই তারকা’র, দুই বছর পর ফিরছেন ভারতীয় স্কোয়াডে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *