টিম ইন্ডিয়ার ‘শক্তি’ হয়ে উঠেছেন গলার কাঁটা, শীঘ্রই দল থেকে পড়বেন বাদ !! 1

Team India: জমে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট (IND vs AUS)। মেলবোর্নের বক্সিং ডে টেস্টে ভারতীয় দল ব্যাট হাতে নিতান্তই ব্যার্থ। শুধু এই টেস্টে নয়, চলতি সিরিজে ভারতের ব্যাটিং বারবার হতাশ করেছে ভক্তদের। প্রথম টেস্টে রান পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), কেএল রাহুল (KL Rahul), বিরাট কোহলিরা (Virat Kohli)। তবে, পরের দুই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং ধ্বস লক্ষ করা যায়। তবে টিম ইন্ডিয়ার এমন একজন প্লেয়ার রয়েছেন যিনি ছিলেন দলের মূল শক্তি। তবে, চলমান টেস্ট সিরিজে তার প্রদর্শন খুবই খারাপ বলা যেতে পারে তিনি গলার কাঁটা হয়ে উঠেছেন দলের।

গলার কাঁটা হয়ে উঠেছেন এই খেলোয়াড়

Team india
Team India | Image: Getty Images

ভারতীয় দলের সংকট মোচন হিসাবে পরিচিত ঋষভ পন্থ (Rishabh Pant)। টেস্ট ক্রিকেটে পন্থ যেভাবে ব্যাটিং করে থাকেন তা ক্রিকেট প্রেমীরা বেশ পছন্দ করে থাকেন। তবে ঋষভ চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে একেবারে নিম্নমানের ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন। চতুর্থ টেস্টে তৃতীয় দিনে ভারতীয় দল যখন ব্যাটিং করতে আসে তখন দল দিনশেষে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল যদিও ক্রীজে সেই সময় টিকে ছিলেন তারকা ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। এরপর তৃতীয় দিনের শুরুতে বেশ ভালো সূচনা দিয়েছিলেন পন্থ, তবে স্কট বোল্যান্ডের বলে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন এই সিরিজে বারবার নিজের বলেই উইকেট হারিয়েছেন তিনি।

Read More: Team India: নীতিশ ও বৃষ্টির যুগলবন্দীতে WTC ফাইনাল খেলার সোনার সুযোগ ভারতের সামনে, কপাল পুড়বে অস্ট্রেলিয়ার !!

চলতি সিরিজেও ব্যাট হাতে ছন্দহীন দেখিয়েছে ঋষভকে। সিরিজের প্রথম ম্যাচে পন্থ ৩৭ ও ১ রান বানান, এরপর দ্বিতীয় ম্যাচে ২১ ও ২৮ রান এবং তৃতীয় টেস্টে ৯ রান বানিয়েছিলেন। চলতি সিরিজে আপাতত চার ম্যাচের ৬ ইনিংসে ২০.৬৭ গড়ে ১২৪ রান বানিয়েছেন। একসময়ে অস্ট্রেলিয়ার বুকে একেরপর এক অসাধারণ ইনিংস খেলেছিলেন পন্থ, ব্রিসবেন গাব্বায় পন্থের ৮৯ রানের ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যুগের পর যুগ স্মরণীয় থাকবে।

চলতি সিরিজে ব্যার্থ হয়েছেন পন্থ

Rishabh Pant, team india
Rishabh Pant | Image: Getty Images

গত দুইবার ঋষভ অস্ট্রেলিয়াতে দারুন খেলেছিলেন। ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়া সফরে ৪ ম্যাচে ৫৮.৩৩ গড়ে ৩৫০ রান বানিয়েছিলেন। এরপর, ২০২০-২১ সফরে ৬৮.৫০ গড়ে ২৭৪ রান বানিয়েছিলেন। অস্ট্রেলিয়া সফরের জন্য পন্থকেই ট্রাম্প কার্ড হিসাবে ভাবতে শুরু করে দিয়েছিল ভক্তরা। তবে তার এরূপ পারফর্মেন্স প্রশ্ন তুলেছে নেট মাধ্যমে।

Read Also: IND vs AUS 4th Test: “রোহিত ভুল করেছে…” ওপেনিং বিতর্কে রাহুলের পাশেই মঞ্জরেকর, দুষলেন ভারত অধিনায়ককে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *