এশিয়া কাপের (Asia Cup 2025) মহারণে এবার ভারতীয় দলের সমানে বড়ো চ্যালেঞ্জ। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করার পর এই প্রথম ২০ ওভারের টুর্নামেন্টে মাঠে নামতে চলেছে ব্লু ব্রিগেডরা। ২০২৩ এশিয়া কাপে শেষবার হিটম্যানের নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে এই বছরও নিজেদের দাপট বজায় রাখার জন্য মরিয়া গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। তিনি নির্বাচকদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে একটি শক্তিশালী দল ইতিমধ্যেই গুছিয়ে এনেছেন। এই দলের বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এলো।
Read More: বৈভবকে হঠাৎই ডেকে পাঠালো বিসিসিআই, রো-কো জুটির বদলি হিসেবে ভাবনায় পরবর্তী প্রজন্ম !!
বাদ পান্থ ও জয়সওয়াল-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য সাম্প্রতিক সময়ের পারফর্ম্যান্সের ওপর নির্ভর করে ক্রিকেটারদের বাছাই করতে চাইছে বিসিসিআই (BCCI)। এই বছরের আইপিএল (IPL 2025) সহ সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে একাধিক তরুণ ক্রিকেটার ইতিমধ্যেই নজর কেড়েছেন। ব্যাট হাতে বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং ঋষভ পান্থের (Rishabh Pant) মতো তারকা। এই সিরিজে জয়সওয়াল ৫ ম্যাচে ৪১১ রান এবং পান্থ ৫ ম্যাচে ৪৭৯ রান সংগ্রহ করেন। কিন্তু সূত্র অনুযায়ী এই দুই তারকা আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে সুযোগ পাবেন না।
প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) এই দুই ব্যাটসম্যানকে ভারতীয় টি-টোয়েন্টি দলে রাখতে চাইছেন না বলেই খবর সামনে এসেছে। উল্লেখ্য যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) শেষবার ভারতের হয়ে ২০ ওভারের ক্রিকেটে গত বছর জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে সংগ্রহ করেছেন ৭২৩ রান। অন্যদিকে পান্থও (Rishab pant) শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর জুলাই মাসে শেষবার ব্লু ব্রিগেডদের হয়ে টি-টোয়েন্টির জার্সিতে মাঠে নেমেন। এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে এই ফরম্যাটে ৭৬ ম্যাচে এসেছে ১২০৯ রান।
ওপেনার সঞ্জু-অভিষেক-

ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মাকে (Abhishek Sharma) দেখা গিয়েছিল। সঞ্জু এই সিরিজে ৫ ম্যাচে ৫১ রান সংগ্রহ করে হতাশ করলেও অভিষেক ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। এই তরুণ তারকা ৫ ম্যাচে সংগ্রহ করেছিলেন ২৭৯ রান। ফলে তিনি বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছে গেছেন। এই বছর আইপিএলেও দুরন্ত ফর্মে ছিলেন অভিষেক।
অন্যদিকে সঞ্জু স্যামসন (Sanju Samson) চোট সমস্যার মধ্যে এই বছর আইপিএলে (IPL 2025) সেইভাবে ছন্দে ছিলেন না। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন শেষ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। এরপর আইপিএল চলাকালীন পাঁজরে চোট পান এই তারকা। তবে সূত্র অনুযায়ী এশিয়া কাপের আগে নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করছেন সঞ্জু (Sanju Samson)। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ৪২ টি টি-টোয়েন্টি ম্যাচে সংগ্রহ করেছেন ৮৬১ রান। ফলে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপরেই ভরসা রাখতে চলেছে গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ভারতের সম্ভাব্য দল-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, কুলদীপ যাদব, ধ্রুব জুরেল, মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ