জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) টেস্ট সিরিজের মহারণ। প্রথম ম্যাচে হেডিংলেতে হারলেও দ্বিতীয় ম্যাচে এজবাস্টনে চালকের আসনে পৌঁছে গেছে ব্লু ব্রিগেডরা। এই টেস্ট ম্যাচে ভারতীয় দল জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল (Shubman Gill)। তার হাত ধরে ভারতীয় টেস্ট ক্রিকেটের নতুন সূচনা হলো বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা। এর মধ্যেই টেস্ট ক্রিকেটের উত্তাপ ব্যাটে-বলের বাইরে বাগযুদ্ধে পর্যন্ত পৌঁছে গেলো। ঋষভ পান্থ (Rishabh Pant) এবং হ্যারি ব্রুকের (Harry Brook) কথোপকথনের ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Read More: “চরিত্রহীন, লম্পট..”, শামিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য হাসিন জাহানের, বিস্ফোরক অভিযোগে তোলপাড় !!
বাগযুদ্ধে মুখোমুখি ব্রুক ও পান্থ-

ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম থেকেই বেন স্টোকসদের (Ben Stokes) ওপর চাপ বাড়িয়েছে। ব্যাট হাতে দুই ইনিংসেই বিধ্বংসী ফর্মে ছিলেন শুভমান গিল (Shubman Gill)। অন্যদিকে হেডিংলেতে প্রথম টেস্ট ম্যাচের দুই ইনিংসে শতরান করেছিলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। তিনি চলতি ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২৫ রানে আউট হন। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দলকে ভরসা দেন এই তারকা ব্যাটসম্যান। দ্রুত রান সংগ্রহ করে এগিয়ে যাচ্ছিলেন পান্থ (Rishabh Pant)। এই সময় স্লিপে ফিল্ডিং করা হ্যারি ব্রুক (Harry Brook) এই ব্যাটসম্যানকে কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন।
দুই তারকা ক্রিকেটারের কথোপকথন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হ্যারি ব্রুক (Harry Brook) পান্থকে (Rishabh Pant) জিজ্ঞাসা করেন, “তোমার দ্রুততম শতরান কতো বলে এসেছিল? উত্তরে পান্থ বলেন, “টেস্ট ক্রিকেটে দ্রুত শতরান ৮০-৯০ বলে করেছি। “ তখন ব্রুক বলেন, “আমি টেস্টে ৫৫ বলে শতরান করেছি। তুমি আজই এই রেকর্ড ভেঙে দিতে পারো।” এর জবাবে ঋষভ পান্থ যা বলেন তাতে হ্যারি ব্রুকের (Harry Brook) মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, “ঠিক আছে, কিন্তু আমার রেকর্ডের প্রতি কোনো লোভ নেই। যদি এরকম কিছু হয় তবে এমনই হবে।”
দেখুন সেই ভিডিওটি-
ঋষভ পান্থের নতুন রেকর্ড-

রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে ব্যাট হাতে যেন আরও পরিণত হয়ে উঠেছেন শুভমান গিল (Shubman Gill)। তিনি হেডিংলেতে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৪৭ রান সংগ্রহ করেছিলেন। দ্বিতীয় টেস্টে এজবাস্টনে আরও অন্য রূপে ধরা দিলেন গিল (Shubman Gill)। প্রথম ইনিংসে তিনি ৩৮৭ বলে ২৬৯ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ১৬১ রান সংগ্রহ করে দলের স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে গেছেন তিনি।
এর ফলে প্রথম ইনিংসে ৫৮৭ রান সংগ্রহ করেছিল ভারতীয় দল। এরপর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪২৭ রান সংগ্রহ করার পর ডিক্লেয়ার ঘোষণা করে দেন শুভমান গিল (Shubman Gill)। এইরকম পরিস্থিতিতে ৬০৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে লড়াই চালাচ্ছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই তারা ৫০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে। চতুর্থ দিনের শেষে অলি পোপ (Ollie Pope) ২৪ রানে এবং হ্যারি ব্রুক (Harry Brook) ১৫ রানে অপরাজিত আছেন।