ভারতীয় দলে বর্তমানে তরুণ ক্রিকেটারদের রাজত্ব। নতুন টেস্ট দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ২৫ বছর বয়সী শুভমান গিল (Shubman Gill)। সহ অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন ২৭ বছর বয়সী ঋষভ পান্থ (Rishabh Pant)। গুরুতর গাড়ি দুর্ঘটনার পর আবারও ক্রিকেট মাঠে কামব্যাক করে দলকে ভরসা দিচ্ছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি। এবার ঋষভ পান্থ (Rishabh Pant) নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে খবর সামনে উঠে এলো। এক রহস্যময়ী নারীর ইনস্টাগ্রামে এই তারকা ক্রিকেটারের গতিবিধি নেট দুনিয়ায় চর্চায় উঠে এসেছে।
Read More: “বুমরাহ’র ঘর ভাঙছে…” পেস তারকার সাথে রহস্যময়ী তরুণীর ছবি ভাইরাল, হইচই নেটদুনিয়ায় !!
নতুন রহস্যময়ীর প্রেমে পান্থ-

এই মুহুর্তে ভারতের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের উৎসাহ কম নয়। উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সঙ্গে ঋষভ পান্থ (Rishabh Pant) সম্পর্কে রয়েছেন বলে বিভিন্ন সময় খবর সামনে উঠে এসেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেনি। এর মধ্যেই এবার নতুন ‘স্বপ্নসুন্দরী’র প্রেমে মজেছেন পান্থ (Rishabh Pant) এমনই সন্দেহ করছেন ভক্তরা। এই রহস্যময়ী মহিলার নাম হলো মিয়া জেলু (Mia Zelu)। তার ইনস্টাগ্রামের প্রতিটি পোস্টে ঋষভ পান্থ (Rishabh Pant) লাভ রিয়্যাক্ট করার পর জল্পনা সামনে উঠে আসে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি অনুযায়ী এই সুন্দরী মহিলাকে বিভিন্ন পার্টিতে এবং ফুটবল ম্যাচে দর্শক হিসেবে দেখা যাচ্ছে। ফলে নেটিজেনদের মধ্যে আরও কৌতূহল তৈরি হয়। একটু খুঁটিয়ে দেখার পর আসল সত্য সামনে চলে আসে। আসলে মিয়া জেলু (Mia Zelu) বলে কোনো মানবীর অস্তিত্ব পৃথিবীতে নেই। এই প্রোফাইলে প্রতিটি পোস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। কিন্তু ছবিগুলি এতটাই নিখুঁত যে সত্যি বলেই মনে হচ্ছে। মিয়া জেলুর (Mia Zelu) ইনস্টাগ্রাম প্রোফাইলের ফলোয়ার প্রায় দেড় লক্ষ। তবে ঋষভ পান্থ (Rishab Pant) বিষয়টি না জেনে লাভ রিয়্যাক্ট করেছেন কিনা তার এখনও জানা যায়নি।
দুরন্ত ফর্মে ঋষভ পান্থ-

এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছিলেন ঋষভ পান্থ (Rishabh Pant) আর। এই তারকা ব্যাটসম্যানকে ২৭ কোটি টাকায় রেকর্ড দামে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দলে নিয়েছিল। কিন্তু টুর্নামেন্টে তিনি ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হন। তবে সমস্ত সমালোচনা পিছনে ফেলে ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে টেস্ট সিরিজে আবারও নায়ক হয়ে উঠলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। তিনি হেডিংলেতে প্রথম টেস্ট ম্যাচে দুই ইনিংসেই শতরান করে নতুন ইতিহাস রচনা করেন।
তবে প্রথম টেস্টে ভারতীয় দল বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে ৫ উইকেটে হারের সম্মুখীন হয়। এইরকম পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চাপ বাড়িয়েছে ব্লু ব্রিগেডরা (IND vs ENG)। এজবাস্টনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুভমান গিল (Shubman Gill) একাই ৩৮৭ বলে ২৬৯ রানের ইনিংস খেলেন। এর ফলে ভারতীয় দল এই ইনিংসে ৫৮৭ রানে পৌঁছায়। অন্যদিকে ইংল্যান্ডের প্রথম ইনিংসে বল জ্বলে ওঠেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং আকাশ দীপ (Akash Deep)। সিরাজ ৬ টি এবং আকাশ দীপ ৪ টি উইকেট সংগ্রহ করে। ফলে ৪০৭ রানে পৌঁছেছে ইংলিশ বাহিনী।