আইপিএল ২০২৩-এ বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং (Rinku Singh) বেশ নাম কামিয়েছেন। অবশেষে টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছেন রিঙ্কু। এই বছর চীনে এশিয়ান গেমস ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে। এশিয়ান গেমস ২০২৩ টিমে বিসিসিআই (BCCI) রিংকু সিংকে অন্তর্ভুক্ত করেছে। রিঙ্কু সিংকে ওয়েস্ট ইন্ডিজ সফরে জন্য দলে অন্তর্ভুক্ত না করাই ভক্তরা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিলেন, তবে এবার রিঙ্কুকে দলে এশিয়ান গেমসের (Asian Games 2023) জন্য ভারতীয় দেখে বেশ খুশি ভক্তগণ। আইপিএল ২০২৩-এ গুজরাট টাইটান্সের যশ দয়ালকে (Yash Dayal) রিঙ্কু সিং এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন।
Read Also: Asian Games 2022: ভাগ্য খুললো রিঙ্কু সিংয়ের, এশিয়ান গেমসে পেলেন ‘টিম ইন্ডিয়া’য় ডাক !!
রিঙ্কু হয়ে উঠেছেন সুপারস্টার

এ বছর আইপিএল চলাকালীন গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে শেষ ওভারে প্রয়োজনীয় ২৯ রান তুলতে পাঁচটি ছক্কা হাকিয়েছিলেন রিঙ্কু। যেটি একটি বিশ্ব রেকর্ড এবং এরপর থেকে রিঙ্কুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে গিয়েছেন কলকাতা দলের হয়ে। পাশাপাশি, এবছর রিঙ্কু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম সংস্করণে, ১৪ টি ম্যাচ মিলে ৪৭৪ রান করেছেন। তার গড় ছিল ৬০ এবং তার স্ট্রাইক রেট ছিল ১৫০। কেকেআরের হয়ে রিংকুই সর্বোচ্চ রান করেছেন। এমনকি, ঘরোয়া লিগেও তার ফর্ম ছিল অসাধারণ। তিনি প্রথম শ্ৰেণীর ক্রিকেটে ৫৮ গড়ে ৩০০৮ রান বানিয়েছেন আর লিস্ট এ খেলায় ৫৩ গড়ে ১৭৫৯ রান বানিয়েছেন।
তবে এবার , রিংকু সিংয়ের বিয়ে নিয়ে চিন্তিত রয়েছে তার মা। প্রিয়তমাকেই বিয়ে করতে চান রিঙ্কু। এমনকি মুম্বাইতে বিয়ে হতে পারে দুজনের। খুব বিনয়ী পরিবার থেকে এসেছেন উত্তর প্রদেশের আলীগড়ের বাসিন্দা রিংকু সিং। ছেলের এত ভালো উন্নতি দেখে পরিবার খুশিতে ডগমগ। তারইমধ্যে, এশিয়ান গেমস ২০২৩-এর জন্য তিনি নির্বাচিত হয়েছেন রিঙ্কু। একই সাথে তার বিয়ের কথা শুরু হয়েছে। রিঙ্কুর মা চাইছেন যে ছেলে বড় হয়েছে, এবার বিয়েটা তাড়াতাড়ি করে ফেলুক। তার মা এটাও জানিয়েছেন যে, বিয়ের কথা বললেই রিঙ্কু না বলে কাটিয়ে দেন।
মুম্বাইতে বিয়ে করবেন রিঙ্কু

এবিষয়ে মন্তব্য করে রিঙ্কুর মা জানিয়েছেন, “বিয়ে মুম্বাইতে হতে পারে, এখন সে একজন বড় ক্রিকেটার হয়ে উঠেছে, আমি বিয়ের কথা বললেই সে অস্বীকার করে দেয়। তবে আমার মনে হচ্ছে যে সে বিয়েটা মুম্বাইয়ে করতে পারে। এর জন্য মুম্বাই যেতে হতে পারে গোটা পরিবারকে।” এমনকি, তার শ্যালিকা মন্তব্য করে বললেন, “টিভিতে এতদিন ধরে বড় বড় মানুষের বিয়ে দেখেছি, এখন রিঙ্কু ভাইয়ার বিয়ে হলে আমিও হাজির হয়ে যাব।” তবে, সবথেকে মজার বিষয় হলো যে, এবছর আইপিএলে রিঙ্কুর ৫ ছক্কা দেখে, তার বিয়েতে শাহরুখ খান নাচের প্রতিশ্রুতিও দিয়েছেন, এখন দেখার বিষয় হলো যে শাহরুখ খান তার প্রতিশ্রুতি রাখেন কি না। অন্যদিকে, সমাজ মাধ্যমে রিঙ্কু ও শাহরুখ কন্যা সুহানা খানকে নিয়ে বেশ চর্চা চলতে থাকে, অনেকেই মনে করেন দুজনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। আবার অন্যদিকে তরুণ ক্রিকেটার শুভমান গিলের (Shubamn Gill) দিদি শেহনীল গিলের সাথেও বেশ চর্চায় ছিলেন রিঙ্কু। আসলে, আইপিএলের পর মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন রিঙ্কু, ঠিক তখন ই শার্টলেস অবস্থায় ফটো দেন রিঙ্কু এবং তাতে শেহনীল গিলের কমেন্ট নেটপড়ায় চর্চায় পরিণত হয়। তবে, রিঙ্কুর সঙ্গে কার সম্পর্ক রয়েছে তা সময়ই বলবে।