IPL থেকে কম রোজগারের কষ্ট ভুলিয়ে দিল BCCI, কোটিপতি করলো রিঙ্কু সিংকে !! 1

Rinku Singh: বিসিসিআই কর্তৃক জারি করা কেন্দ্রীয় চুক্তি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে। বিশেষ করে ইশান কিষাণ এবং শ্রেয়াস আইয়ারকে বাদ দেওয়ার বিষয়ে। যদিও ইশান এবং শ্রেয়াস এর কারণে কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারেন তবে এর মধ্যে এমন একজন খেলোয়াড় আছেন যিনি এই চুক্তিতে উপকৃত হয়েছেন। এখন তিনি আইপিএলের চেয়ে বিসিসিআইয়ের থেকে বেশি বেতন পাবেন। এখানে টিম ইন্ডিয়ার তরুণ তারকা রিংকু সিংয়ের কথা বলা হচ্ছে।

কেকেআর থেকে রিংকু সিং পান ৫৫ লাখ টাকা

Rinku Singh
Rinku Singh | Image: Getty Images

এবারের আইপিএলে কেকেআরের হয়ে খেলতে দেখা যাবে রিংকু সিংকে। কিন্তু অনেকেই জানেন না যে রিংকুর প্রথম আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স নয়। ২০১৭ সালে পাঞ্জাব কিংস তাকে দশ লাখ টাকায় কিনেছিল। তবে এর পর তাকে ছেড়ে দেওয়া হয়। ২০১৮ সালের জন্য যখন তিনি আবার নিলামে আসেন, তখন কেকেআর তাকে ৮০ লাখ টাকায় কিনে নেয়। তারপর থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি একই বেতনে আইপিএলে খেলা চালিয়ে যান। এরপর ২০২২ সালে তার বেতন কমে দাঁড়ায় ৫৫ লাখ টাকা। কারণ তাকে ছেড়ে দেয়ার পর দল তাকে কম দামে ফিরিয়ে নেয়। কেকেআর তাকে ধরে রেখেছে। তাই এ বছরও তাকে একই দলের হয়ে একই দামে খেলতে দেখা যাবে।

রিঙ্কু সিং-এর এই বেতন অর্থাৎ ৫৫ লক্ষ টাকা যখন তিনি এতটা বিস্ফোরক ব্যাটসম্যান হয়ে ওঠেননি এবং এমনকি ফিনিশার হিসাবেও বিখ্যাত হননি। ২০২৩ সালের আইপিএলে তিনি তার আসল কীর্তি দেখিয়েছিলেন। কিন্তু কেকেআর তাকে এ বছর তাকে ছেড়ে দেয়নি। রিংকু সিংয়ের বেতন ৫৫ লাখ টাকা অনেক খেলোয়াড়ের চেয়ে কম। অনেক কম খেলোয়াড়ই তার থেকে কম বেতন পাচ্ছেন। কিন্তু এখন বিসিসিআই এগিয়ে এসে রিংকু সিংয়ের হাত ধরেছে।

বিসিসিআইয়ের চুক্তি থেকে এক কোটি টাকা

Rinku Singh,
Rinku Singh | Image: Getty Images

বিসিসিআই কর্তৃক প্রকাশিত তার নতুন চুক্তির তালিকায় তাকে গ্রেড সি-তে স্থান দেওয়া হয়েছে। এতে তার সঙ্গে আরও অনেক খেলোয়াড় রয়েছে। যদিও বিসিসিআই গ্রেড সি খেলোয়াড়দের কত টাকা দেওয়া হবে তা স্পষ্ট করেনি, তবে এখন পর্যন্ত এই গ্রেডের খেলোয়াড়দের দেওয়া হয়েছে ১ কোটি টাকা। অর্থাৎ এতে কোন পরিবর্তন না হলেও তার বিসিসিআই বেতন আইপিএলের দামের চেয়ে বেশি হবে। এই বিষয়টি আশ্চর্যজনক হলেও এটি সত্যি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *