Rinku Singh: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের ব্যর্থতার পর টিম ইন্ডিয়াকে পরবর্তী আন্তর্জাতিক সিরিজ খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। আর এরই মাঝে কর্ণাটক, দিল্লি ও উত্তরপ্রদেশ জুড়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছিল। আর এই টুর্নামেন্টে একাধিক নতুন নতুন রেকর্ড গড়তে দেখা যাচ্ছে। তবে সব টুর্নামেন্টের মধ্যে উত্তরপ্রদেশ লিগের দ্বিতীয় আসর বেশ জমে উঠেছে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোট ২৭টি ম্যাচ খেলা হয়েছে। গতকাল একটি রুদ্ধশ্বাস ম্যাচ উপভোগ করেছে ভক্তরা।
গতকাল ইউপি টি-টোয়েন্টি লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মিরাট ম্যাভেরিক্স এবং গোরখপুর লায়ন্স। এই ম্যাচে মাত্র এক রানে জিতেছে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) মিরাট দল। এই ম্যাচে দেখা গিয়েছে রিঙ্কু সিংয়ের ভাইয়ের তান্ডব। মাত্র ১৬ বলেই হাঁকিয়েছেন ৯০ রান। রিঙ্কুর মিরাট দলের ইনফর্ম ব্যাটসম্যান স্বস্তিক চিকারার (Swastik Chikara) ব্যাট আবার গর্জে উঠেছিল গতকাল। ২০ বছর বয়সী এই খেলোয়াড়কে রিঙ্কুর মতনই আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছে।
Read More: Rinku Singh: “এটা খুবই…” নাইট রাইডার্স ছাড়ছেন রিঙ্কু সিং, ভিডিও প্রকাশ করে স্পষ্ট করলেন অবস্থান !!
দুর্দান্ত ব্যাটিং করলেন স্বস্তিক
তাই তাকে রিঙ্কুর ভাই বলেই ডাকা হয় থাকে। মাঠে প্রায়ই দেখা যায় দুজনের জুগলবন্দি। ডানহাতি ব্যাটসম্যান স্বস্তিক মাত্র ৬৮ বলে ১১৪ রান বানান। ২০ বছর বয়সী এই খেলোয়াড়ের ব্যাট থেকে এসেছে ১৩ টি ছক্কা ও ৩টি চার। অর্থাৎ ১৬ বলে চার ছক্কার বিনিময়ে ৯০ রান করেন স্বস্তিক। এই ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিরাট ম্যাভেরিক্সের অধিনায়ক রিঙ্কু সিং।
প্রথমে খেলতে নেমে স্বস্তিক চিকারার সেঞ্চুরির সুবাদে ২০ ওভারে ১৭৫ রান তোলে রিঙ্কুর ম্যাভেরিক্স। জবাবে গোরখপুর লায়ন্স মাত্র ১৭৪ রান তুলতে সক্ষম হয় এবং মাত্র ১ রানে পরাজিত হয়। স্বস্তিক আপাতত ইউপি টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় মৌসুমে ঝড় তুলেছেন। ৯ ম্যাচে তিনি ৪৩১ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।