rinku-singh-talks-about-his-ipl-salary

IPL 2025: রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া-ভারতীয় ক্রিকেট’কে গত দেড় দশকে আইপিএল (IPL) উপহার দিয়ে এসেছে একের পর এক দুর্দান্ত ক্রিকেটার। এই তালিকায় সহজেই যুক্ত করে দেওয়া যেতে পারে রিঙ্কু সিং-এর (Rinku Singh) নাম’ও। ধোনি পরবর্তী প্রজন্মের ‘ফিনিশার’ হিসেবেঋঙ্কু’র উঠে আসা আইপিএলের সৌজন্যেই। নাইট রাইডার্সের (KKR) হয়ে খেলছিলেন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। শেষ ওভারে পরপর পাঁচটি ছক্কা মেরে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন দল’কে। সেই একটা ম্যাচই জীবন বদলে দিয়েছিলো রিঙ্কু’র। প্রতিভাবান তকমা ঝেড়ে ফেলে হয়ে উঠেছিলেন তারকা। এরপর দ্রুত ডাক পেয়েছেন জাতীয় দলে। বর্তমানে ক্রিকেটেদুনিয়ায় হয়ে উঠেছেন প্রতিষ্ঠিত নাম। যশ-খ্যাতি-বিত্তের সাথে পরিচিত হওয়ার পরেও মাথা ঘুরে যায় নি তাঁর। বিনয় আর ব্যাটকে হাতিয়ার করেই এগোতে চান আরও সামনের দিকে।

Read More: IPL 2025: দৌড়ে নেই যুবরাজ সিং, দিল্লী ক্যাপিটালসের মেন্টর হতে চলেছেন সুরেশ রায়না !!

পা মাটিতেই রিঙ্কু’র, অর্থ নিয়ে ভাবছেন না-

Rinku Singh | IPL | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

২০১৮ সালে যখন প্রথমবার আইপিএলে (IPL) অংশ নিয়েছিলেন, তখন ৮০ লক্ষ টাকা দর উঠেছিলো রিঙ্কু সিং-এর (Rinku Singh)। নিজেই আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে সেই অর্থ দিয়ে পরিবাবের দেনা শোধ করেছিলেন তিনি। জীবনটাই বদলে গিয়েছিলো তারপর। ২০২১-এর নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিলো কলকাতা (KKR)। আবার দলে ফেরায় ৫৫ লক্ষ টাকার বিনিময়ে। তারপর থেকে এখনও অবধি সেই ৫৫ লক্ষ টাকার চুক্তিতেই রয়েছেন তিনি। গত বছর বোর্ডের বিশেষ নীতির কারণে সেই ৫৫ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি টাকাতে। আইপিএলের (IPL) দুনিয়ায়, যেখানে স্বল্প পরিচিত, ঘরোয়া ক্রিকেটের তরুণ মুখ’ও নিমেষে ৫-৬ কোটি টাকা উপার্জন করে নিতে পারেন, সেখানে রিঙ্কুর মত পরীক্ষিত তারকা খেলবেন মাত্র ৫৫ লক্ষের চুক্তি’তে? অর্থের অঙ্কটা যথেষ্ট নয় বলেই মত ক্রিকেটজনতার।

যাঁকে নিয়ে এত শোরগোল, সেই রিঙ্কু সিং (Rinku Singh), কিন্তু অর্থ, প্রতিপত্তি নিয়ে ভাবতে রাজী নন। আইপিএল, এশিয়ান গেমস খেলা হয়ে গিয়েছে তাঁর, টি-২০ বিশ্বকাপে ছিলেন ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে। ইতিমধ্যেই বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা করে নিয়েছেন। খ্যাতির শিখরে উঠেও পা মাটিতে রাখতে চান তিনি। সম্প্রতি নিউজ২৪স্পোর্টস’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন রিঙ্কু (Rinku Singh)। সেখানে আইপিএল-এর বেতন নিয়ে মুখ খুলতে শোনা গিয়েছে উত্তরপ্রদেশের ক্রিকেটারকে। অত্যন্ত বিনয়ী সুরে তিনি জানিয়েছেন, “আমি কেকেআরে যে ৫৫ লক্ষ টাকা পাই, তা নিয়েই আমি খুব খুশি। ৫০-৫৫ লক্ষ টাকাও আদতে অনেক টাকা। আমি কখনও অনুমান’ও করতে পারি নি যে এত টাকা আমি উপার্জন করবো।” ইন্সটাগ্রাম, ফেসবুকের যুগে ক্রিকেটতারকাদের বিলাসব্যসনের ছবি দেখতে অভ্যস্ত অনুরাগীদের কাছে এক ঝলক দমকা বাতাস বলে মনে হয়েছে রিঙ্কুর মন্তব্য।

পরের IPL-এ কোন দলে খেলবেন রিঙ্কু ?

Rinku Singh | IPL | Image: Twitter
Rinku Singh | Image: Twitter

কেরিয়ারের শুরু থেকে এখনও অবধি কলকাতা নাইট রাইডার্সের (KKR) বেগুনি-সোনালী জার্সিতেই খেলে আসছেন রিঙ্কু সিং (Rinku Singh)। ২০২৫-এর আইপিএলে (IPL) কোন দলের হয়ে দেখা যাবে তাঁকে? উত্তরের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটজনতা। বিশেষজ্ঞদের ধারণা আপাতত কলকাতা ও রিঙ্কু’র (Rinku Singh) সম্পর্ক অটুট’ই থাকতে চলেছে। যদি ছয়জন ক্রিকেটারকে ‘রিটেন’ করার সুযোগ দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে, তাহলে একটি স্লট নিঃসন্দেহে বাম হাতি ব্যাটারের জন্য রেখে দেবে কেকেআর।

যদি চারটি রিটেনশন ও দুটি আরটিএম অর্থাৎ ‘রাইট টু ম্যাচ’ বিকল্প দেওয়া হয়, সেক্ষেত্রে প্রথমে রিলিজ করলেও পরে নিলামে প্রাপ্ত দামের সমমূল্য প্রদান করে তাঁকে দলে রেখে দিতে পারেন শাহরুখ খান’রা (Shah Rukh Khan)। নিঃসন্দেহে বাড়বে তাঁর প্রাইস ট্যাগ’ও। অন্তত ৬ বা ৮ কোটিতে ‘রিটেন’ হতে পারেন তিনি। নিলামে গেলে পেতে পারেন আরও বেশী অর্থ। সম্ভাব্য গন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিলো রিঙ্কুকেও (Rinku Singh)। কলকাতা ধরে না রাখলে বেঙ্গালুরুতে (RCB) খেলতে চান বলে জানিয়েছেন তিনি।

Also Read: IPL 2025: দুর্দান্ত চাল দিচ্ছে দিল্লী ক্যাপিটালস, ঋষভ পন্থকে সরিয়ে অধিনায়ক করছে MS ধোনির উত্তরসূরি’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *