IPL 2025: রিংকু সিং (Rinku Singh) নামটি কোনো আতঙ্কের চেয়ে কম নন। আইপিএলের মঞ্চে ইতিমধ্যেই নিজের পরিচিতি স্থাপন করে ফেলেছেন রিংকু। ২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্স দলের বিরুদ্ধে যশ দয়ালের বলে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে নিজের খ্যাতি অর্জন করেছিলেন। আর সেই রিঙ্কু শুধু কলকাতা দলের হয়ে নয়, ভারতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। এমনকি, এবারের আইপিএলে রিংকু সিং কলকাতা নাইট রাইডার্স দলের রিটেন করা প্রথম খেলোয়াড় ছিলেন। ১৩ কোটি টাকায় রিংকুকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। এমনকি, জল্পনা ছিল রিংকুকে এবারের আইপিএলে নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসাবে দেখতে পাওয়া যাবে। তবে, আসন্ন মৌসুমের জন্য মুম্বইয়ের অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
টি-টোয়েন্টি ক্রিকেটের এক আতঙ্কের নাম হলো রিংকু

এবারের আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম তুরুপের তাস হয়ে উঠবেন রিংকু সিং (Rinku Singh)। আইপিএলের মঞ্চে নাইট রাইডার্স দলের হয়ে, ৪৫ টি ম্যাচ খেলেছেন যেখানে ৩০.৭৯ গড়ে এবং ১৪৩.৩৪ স্ট্রাইক রেটে ৮৯৩ রান বানিয়েছেন। পাশাপশি, তিনি ভারতে দলে সুযোগ পাওয়ার পর থেকে তাকে মিডিল অর্ডারে ও লোয়ার মি অর্ডারে দুরন্ত ব্যাটিং করতে দেখা যাচ্ছে। ব্যাট হাতে, ভারতের জার্সিতেও রিংকু ৩৩ ম্যাচে ৪২ গড়ে ও ১৬১.০৭ স্ট্রাইক রেটে ৫৪৬ রান বানিয়েছেন। টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রিংকু সিং এবছর লিডারশিপ গ্রুপের একজন অংশ।
Read More: IPL 2025-এর আগেই শক্তি বাড়লো বিরাট কোহলির, কেকেআরের এই অস্ত্রকে নিলেন ছিনিয়ে !!
গতবছর প্যাট কামিন্স-এর (Pat Cummins) সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) পরাস্ত করে আইপিএলের তৃতীয় শিরোপা জয়লাভ করেছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলের প্রথম ম্যাচটি খেলতে চলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে এবারের আইপিএলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আর আইপিএল শুরু হওয়ার আগেই, কলকাতা নাইট রাইডার্স দলের খেলোয়াড়দের ইন্টার স্কোয়াড একটি ম্যাচ খেলতে দেখা গিয়েছিল।
রুদ্ধশ্বাস ফর্মে রয়েছেন রিংকু

সেই ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছেন রিংকু সিং (Rinku Singh)। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) টিম পার্পেল এবং ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) টিম গোল্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ম্যাচ। রাহানের দলে রাসেল, রিংকু ও ডি ককদের মতন তারকাদের ভিড় ছিল। প্রথমে ব্যাটিং করে রিংকুরা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান বানায়, যেখানে সর্বাধিক ৭৯* রান এসেছিল রিংকুর ব্যাট থেকেই। নেটিজেনদের ধারণা রিংকুর এই ফর্ম বিপক্ষ বোলারদের কাঁদিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।