২০২৩-এর আইপিএল (IPL) থেকেই ভারতের ক্রিকেটজনতার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। লোয়ার অর্ডারে নেমে যেভাবে ব্যাট হাতে ঝড় তুলতে সক্ষম তিনি, তাকে কুর্নিশ জানিয়েছেন তাবড় ক্রিকেটবোদ্ধারা। আইপিএলের পারফর্ম্যান্সের সুবাদে ইতিমধ্যে জাতীয় দলেও ডাক পেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মত প্রতিপক্ষের বিরুদ্ধে অসামান্য ব্যাটিং করেছেন ভারতের নীল জার্সিতে। এসেছে অর্ধশতরান’ও। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-২০তে তাঁর ব্যাটিং গড় প্রায় ৬০, যা প্রায় অবিশ্বাস্য। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং-এর পাশাপাশি বল হাতেও নজর কেড়েছেন রিঙ্কু (Rinku Singh)। আন্তর্জাতিক ক্রিকেটের আগুনে ফর্ম তিনি বজায় রেখেছেন ঘরোয়া প্রতিযোগিতাতেও। ইউ পি টি-২০ গতকাল সাক্ষী থাকলো তাঁর আরও একটা দুর্দান্ত ইনিংসের।
Read More: পছন্দের ODI একাদশ ঘোষণা করলেন গম্ভীর, অধিনায়ক নির্বাচিত করলেন MS ধোনি’কে !!
আগ্রাসী ক্যামিও রিঙ্কু সিং-এর-
দিনকয়েক আগে ইউ পি টি-২০ (UP T20) লীগে কানপুর সুপারস্টার্সের (KS) বিরুদ্ধে একটি চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। পরপর চার উইকেট হারানোর পর দায়িত্বশীল ব্যাটিং করে দলকে এনে দিয়েছিলেন দাপুটে জয়। গতকালও সেই অনবদ্য ফর্ম ধরে রাখলেন বাম হাতি ব্যাটার। মীরাট ম্যাভেরিকসের (MM) হয়ে মাঠে নেমেছিলেন লক্ষ্ণৌ ফ্যালকনসের বিপক্ষে। সাধারণত পাঁচ বা ছয়ে ব্যাটিং করেন তিনি। কিন্তু গতকাল নিজেকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে তুলে নিয়ে আসেন। মাঠে নামেন তিন নম্বরে। প্রতিপক্ষ বোলারদের দাপট দেখানোর সুযোগই দেন নি তিনি। মাত্র ১২ বল ছিলেন ক্রিজে। আর মধ্যেই ৩টি চার ও ৪টি বিশাল ছক্কা হাঁকাতে দেখা গেলো তাঁকে। ৩২৫ স্ট্রাইক রেটে ১২ বলে তাঁর ব্যাট থেকে এলো ৩৯ রান। ভিপরাজ নিগমের বলে উইকেট হারান তিনি। ক্যাচ ধরেন কৃতজ্ঞ সিং।
হারতে হলো রিঙ্কু’র দল’কে-
গতকাল ইউ পি টি-২০ লীগে (UP T20) মুখোমুখি হয়েছিলো মীরাট ম্যাভেরিকস (MM) ও লক্ষ্ণৌ ফ্যালকনস (LF) । টসে জিতে লক্ষ্ণৌ দল প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয়। ওপেনার অক্ষয় দুবে ১৭ বলে ২০ করার পর আহত ও অবসৃত হওয়ার পর ক্রিজে আসেন রিঙ্কু (Rinku Singh)। স্বস্তিক চিকারার (Swastik Chikara) সাথে জুটি বেঁধে দল’কে এগিয়ে নিয়ে যান তিনি। অনবদ্য খেলেন দুজনেই। মাত্র ৩৬ বলে অপরাজিত ৭৩ করেন স্বস্তিক। রিঙ্কু (Rinku Singh) আউট হওয়ার পর নামেন উবেইশ আহমেদ। ১ বল খেলার সুযোগ পান। ছক্কা মারেন তিনি। ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪২ তোলে মীরাট ম্যাভেরিকস (MM)। এরপর বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয় ইনিংস। দাঁড়ি টানতে হয় ইনিংসে। ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে ১১ ওভারে লক্ষ্ণৌ ফ্যালকনসের লক্ষ দাঁড়িয়েছিলো ১৫৪ রান।
রান তাড়া করতে নামা ফ্যালকনস (LF) শিবির শুরু থেকেই ছিলো আগ্রাসী। তাদের দুই ওপেনার হর্ষ ত্যাগী (Harsh Tyagi) আর সমর্থ সিং (Samarth Tyagi) ঝড় তোলেন বাইশ গজে। রিঙ্কু’র দলের বোলাররা তাঁদের দুজনকে রুখতে রীতিমত হিমশিম খেলেন ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে। ২২ বলে ৪৯ করে যখন শেষমেশ আউট হন হর্ষ, তখন ৬.৩ ওভারে লক্ষ্ণৌ ফ্যালকনসের (LF) স্কোরবোর্ডে ৯৩ রান। ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। অর্ধশতকের গণ্ডী পেরোন সমর্থ সিং। ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২৭ বলে ৬৯ করে যান তিনি। এরপর কৃতজ্ঞ সিং-এর অপরাজিত ২০ ও প্রিয়ম গর্গের ১ বলে ৪* রানের ইনিংস ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেয় লক্ষ্ণৌকে। ৮ উইকেটের বিনিময়ে হেরে মাঠ ছাড়ে রিঙ্কু সিং-এর (Rinku Singh) মীরাট ম্যাভেরিকস।