Rinku Singh

টিম ইন্ডিয়া (Team India) ও কলকাতা নাইট রাইডার্সের তারকা ফিনিশার রিঙ্কু সিং (Rinku Singh) কি বসছেন বিয়ের পিঁড়িতে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টে দাবী করা হয়েছে তেমনটাই। তারকা ক্রিকেটার নাকি ইতিমধ্যে বাগদান’ও সেরে ফেলেছেন। জানা গিয়েছে যে প্রিয়া সরোজের (Priya Saroj) সাথে সাত পাক ঘুরতে চলেছেন রিঙ্কু (Rinku Singh)। খবর প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে শুভেচ্ছার ঝড়। গত দেড়-দুই বছরে ভারতের ক্রিকেটজনতার ‘কাছের মানুষ’ হয়ে উঠেছেন রিঙ্কু। তাঁর গলি থেকে রাজপথে উঠে আসার কাহিনী অনুপ্রেরণা যুগিয়েছে বহু মানুষকে। স্বভাবতই তাঁর জীবনের নতুন অধ্যায়ের সূচনায় দু হাত ভরে আশীর্বাদ জানিয়েছেন ভক্তেরা। বাইশ গজের দুনিয়া থেকে বহু দূরের বাসিন্দা রিঙ্কুর (Rinku Singh) হবু স্ত্রী। তিনি সমাজবাদী পার্টির নেত্রী ও সাংসদ।

Read More: রঞ্জি প্রত্যাবর্তন এড়াতে চোটের অজুহাত কোহলির ? ক্রিকেটদুনিয়ায় তুঙ্গে জল্পনা !!

রাজনীতিতে নবীন মুখ প্রিয়া-

Priya Saroj | Rinku Singh | Image: Twitter
Priya Saroj | Image: Twitter

১৯৯৮ সালের ২৩ নভেম্বর জন্ম রিঙ্কু সিং-এর (Rinku Singh) বাগদত্তার। বছর ২৬-এর প্রিয়া সরোজ (Priya Saroj) সক্রিয় রাজনীতির আঙিনায়। দেশের দ্বিতীয় কনিষ্ঠতম লোকসভা সাংসদ তিনি। ২০২৪-এর সাধারণ নির্বাচনে মাত্র ২৫ বছর বয়সে সমাজবাদী পার্টির টিকিটে জিতেছেন উত্তরপ্রদেশের মছলিনগর কেন্দ্র থেকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির বিপি সরোজকে (BP Saroj) ৩৫,৮৫০ ভোটে হারিয়েছেন তিনি। যেভাবে নির্বাচনী যুদ্ধে পোড়খাওয়া প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিয়েছেন প্রিয়া, তা নজর কেড়ে নিয়েছে সকলের। প্রিয়ার পরিবারের দীর্ঘ রাজনৈতিক পরিচয় রয়েছে। তাঁর বাবা তুফানি সরোজ (Toofani Saroj) এর আগে তিন বার লোকসভার সাংসদের দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও তিনি উত্তরপ্রদেশের কেরাকাট কেন্দ্রের বিধায়ক।

প্রিয়া সরোজ রূপে লক্ষ্মী-গুণে সরস্বতী-

Priya Saroj | Image: Twitter
Priya Saroj | Image: Twitter

মেধাবী ছাত্রী প্রিয়া (Priya Saroj) বিদ্যালয়ের পড়াশোনা সেরেছেন দিল্লীর এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইন্সটিটিউট থেকে। দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেছেন। এছাড়া অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রীও রয়েছে তাঁর। দেশের সুপ্রিম কোর্টেও আইনজীবী হিসেবে কাজও করেছেন আগে। ক্রিকেট তারকার সাথে তাঁর পরিচয় ঠিক কোথায়, কবে তাঁরা আনুষ্ঠানিক ভাবে বিয়ে সারবেন সেই সংক্রান্ত কোনো খবরাখবরও আপাতত পাওয়া যায় নি। রিঙ্কু (Rinku Singh), প্রিয়া বা তাঁদের পরিবারের কেউও সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেন নি এখনও। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-২০ রয়েছে ভারতের। স্কোয়াডে রয়েছেন রিঙ্কু (Rinku Singh)। ২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা সিরিজ। তার পরেই বিয়ের আসর বসতে পারে বলে ধারণা ক্রিকেটজনতার।

চিনে নিন রিঙ্কুর ঘরণীকে, রইলো ছবি-

 

Also Read: সুহানা খানের হৃদয় ভাঙলেন রিঙ্কু সিং, এই সুন্দরী পরীর সঙ্গে ঘুরছে সাতপাক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *