৬,৬,৬,৬,৬,৬…. সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গর্জে উঠলো রিঙ্কু সিংয়ের ব্যাট, ২৪টি চার ও ১৪টি ছক্কায় হাঁকালেন ২৭৭ রান !! 1

জমে উঠেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি ভারতীয় দলের ঘরোয়া ক্রিকেটের বেশ কয়েক তারকাদের দুর্দান্ত প্রদর্শন ধরা পড়েছে এই ট্রফিতে এই সব তারকাদের মধ্যে একজন হলেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং (Rinku Singh)। আবার একবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। চলতি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দারুন ব্যাটিং করেছেন তিনি।

ভারতীয় দলের ব্যাটসম্যান রিংকু সিং (Rinku Singh) সৈয়দ মোশতাক ট্রফিতে প্রতিপক্ষ দলগুলির বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ব্যাট হাতে ২৭৭ রান বানিয়েছিলেন তিনি। তাছাড়া, উত্তরপ্রদেশকে কোয়ার্টার ফাইনালে তোলায় রিংকুর বড় অবদানও রয়েছে। দলের হয়ে ৯ ম্যাচে ২৭৭ রান বানিয়েছেন রিংকু। যার মধ্যে রয়েছে ২৪টি চার ও ১৪টি ছক্কা। আপাতত এই টুর্নামেন্টে ৬৯.২৫ গড়ে এই রান করেছেন রিংকু। কোয়ার্টার ফাইনালের দৌড়ে দিল্লির বিরুদ্ধে পরাস্ত হয়েছিল।

Read More: “বিরাট কোনদিন শচীন হতে…” তেন্ডুলকরের সঙ্গে তুলনা নিয়ে কোহলিকে একহাত নিলেন শোয়েব আখতার !!

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গর্জে উঠলো রিঙ্কু সিংয়ের ব্যাট

Rinku Singh
Rinku Singh | Image: Getty Images

উত্তর প্রদেশের রিংকু সিং আজ ভারতীয় ক্রিকেটে একটি বড় পরিচিতি পেয়েছে। তবে সহজে তিনি এই পর্যায়ে পৌঁছাতে পারেননি। তার ক্যারিয়ারে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ একটি বড় ভূমিকা গ্রহণ করেছে। ২০২৩ সালের আইপিএলে নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যান যশ দয়ালের বিরুদ্ধে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে খেলার মোড় বদলে দিয়েছিলেন। এই ফরম্যাটে তার রুদ্ধশ্বাস পারফরম্যান্স দেখে তাকে এখন টি-টোয়েন্টি ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেকোয়ার্ড হিসেবেও বিবেচনা করা হচ্ছে। রিংকু গত বছরই টিম ইন্ডিয়াতে প্রবেশ করেছেন এবং এত অল্প সময়ের মধ্যে তিনি ফিনিশার হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।

কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে তারকা খেলোয়াড় নিজের পরিচিত স্থাপন করেছেন, তবে বর্তমান সময়ে ভারতীয় দলেও তিনি তার জায়গা প্রায় পাকা করেও ফেলেছেন। কলকাতা নাইট রাইডার্স আগামী মৌসুমের জন্য ১৩ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে রিঙ্কুকে। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী আগামী মৌসুমে রিঙ্কুকে কলকাতা দলের অধিনায়ক হিসেবেও দেখতে পাওয়া যেতে পারে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের জার্সিতে মোট ৩০ টি ম্যাচ খেলেছেন ৪৬.০৯ গড়ে ও ১৬৫.১৫ স্ট্রাইক রেটে ৫০৭ রান বানিয়েছেন তিনি। তাছাড়া আইপিএলের পারফরমেন্স তো তার মন্দ নয় ৪৫টি ম্যাচে ৩০.৭৯ গড়ে ও ১৪৩ দশমিক ৩ ৪ এস ট্রাই করে ৮৯৩ রান বানিয়েছেন তিনি।

Read Also: Rinku Singh: ভাগ্য খুললো KKR তারকা রিঙ্কু সিংয়ের, আগামী মৌসুমে দেবেন দলকে নেতৃত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *