পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে (Team India) ৩-২ ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফ্লোরিডায় খেলা শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জিতে সিরিজ দখল করে। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড পেয়েছেন ৪ উইকেট। জবাবে ব্র্যান্ডন কিং (অপরাজিত ৮৫) এবং নিকোলাস পুরানের (৪৭) আক্রমণাত্মক শৈলীর ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজ ১৮ ওভারে ম্যাচ জিতে নেয়। এর ফলে ২০১৬ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ ভারতকে একের অধিক ম্যাচের সিরিজে হারিয়ে দিল। এই হার অবশ্যই ভারতের জন্য অশনি সংকেত।
এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বড় আশঙ্কা
গত ১৭ বছরে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারটি টি-টোয়েন্টি সিরিজ হলেও ভারত কখনই পরাজিত হয়নি। এবার ছিল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যেখানে ভারত হেরেছে ৩-২ ব্যবধানে। এর আগে মাত্র একবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হয়েছিল, যেটি ভারত ৪-১ ব্যবধানে জিতেছিল। এটা যে ভারত প্রায় ২ বছর ধরে কোনও টি-টোয়েন্টি সিরিজ হারেনি। তবে এবারের এই সিরিজ হার টিম ইন্ডিয়াকে চাপে রাখবে। আসলে আর কিছুদিনের মধ্যেই এশিয়া কাপ। তারপরই দেশের মাটিতে বসবে বিশ্বকাপের আসর। তাই ভারতীয় দলে দুই মারকাটারি খেলোয়াড়ের বিশেষ প্রয়োজন রয়েছে।
পন্থ-রিংকু বদলাবেন টিম ইন্ডিয়ার ব্যাটিং
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফ্লপ টিম ইন্ডিয়ার ব্যাটিং। রানের মধ্যে ছিলেন শুধুমাত্র সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। তাই আগামিদিনে টিম ইন্ডিয়ায় বিষ্ফোরক ব্যাটসম্যানের প্রয়োজন রয়েছে যারা ব্যাটের জোরে ম্যাচ জেতাতে পারেন। এই তালিকায় অবশ্যই থাকবে ঋষভ পন্থ ও রিংকু সিংয়ের নাম। চোট সারিয়ে ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন পন্থ। তাই তিনি দলে ফিরলেই একজন ম্যাচ উইনারের সংখ্যা বাড়বে। অন্যদিকে, আইপিএলে কেকেআরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করা রিংকু সিং আয়ারল্যান্ড সফরে দলে রয়েছেন। সেই সিরিজে হিট করলে টিম ম্যানেজমেন্টের উচিত হবে বড় টুর্নামেন্টগুলিতে তাকে দলে জায়গা করে দেওয়া। আর সেটা হলে আদতে লাভ হবে টিম ইন্ডিয়ার।
Also Read: বিশ্বকাপের আগে হাঁটু কাঁপছে রোহিত শর্মা’র, এই বোলারদের সামনে হচ্ছেন নতজানু !!