আইপিএল (IPL 2025) থেকে জাতীয় দলে ধারাবাহিকভাবে জায়গা করে নেওয়া সহজ বিষয় নয়। তার জন্য একজন ক্রিকেটারকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে। সাম্প্রতিক সময় কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। এরপর ভারতীয় টি-টোয়েন্টি দলেও তিনি নিজের প্রতিভার প্রদর্শন করার সুযোগ পেয়েছেন। তবে সাম্প্রতিক সময় এই তরুণ ব্যাটসম্যান ব্যাট হাতে সেইভাবে ছন্দে ছিলেন না। এর ফলে এশিয়া কাপেও (Asia Cup 2025) জাতীয় দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল। এর মধ্যেই আবারও উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি (UP T20 League 2025) লিগে জ্বলে উঠলেন রিঙ্কু।
Read More: এশিয়া কাপের জন্য দুবাই রওয়ানা হচ্ছে টিম ইন্ডিয়া, যাচ্ছেন না জয়সওয়াল-রিয়ান সহ এই তারকারা !!
ব্যাট হাতে জ্বলে উঠলেন রিঙ্কু-

এই বছর উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে রিঙ্কু সিং (Rinku Singh) মিরাট ম্যাভেরিক্সের (Meerut Mavericks) হয়ে নেতৃত্ব দিচ্ছেন। টুর্নামেন্টে ৯ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে ইতিমধ্যেই দুরন্ত ফর্মে রয়েছে দলটি। গতকাল তারা কাশী রুদ্রাসের (Kashi Rudras) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে কাশী প্রথম ইনিংসে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে মিরাট।
এইরকম পরিস্থিতিতে ব্যাট করতে নেমে বিধ্বংসী হয়ে ওঠেন রিঙ্কু সিং (Rinku Singh)। তিনি প্রথমে ধীরে ব্যাটিং শুরু করেন। প্রথম ২০ বলে ৭ রান এসেছিল তার ব্যাট থেকে। তবে এরপর একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন এই তারকা। তার ব্যাট থেকে ৪৮ বলে অপরাজিত ৭৮ রান আসে। রিঙ্কু (Rinku Singh) ইনিংসটি সাজান ৬ টি ছয় এবং ৬ টি চার দিয়ে। শেষ ১১ বলে ৪৯ রান সংগ্রহ করেছিলেন তিনি। উল্লেখ্য চলতি উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে (UP T20 League 2025) এখনও পর্যন্ত এই ব্যাটসম্যানের ব্যাট থেকে ৯ ম্যাচে ২৯৫ রান এসেছে। একটি শতরানও হাঁকিয়েছিলেন তিনি।
আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন রিঙ্কু-

এই তারকা ব্যাটসম্যান ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে তিন ম্যাচে মাত্র ৩৯ রান সংগ্রহ করেছিলেন। এরপর এই বছর আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়েও ব্যাট হাতে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। এর ফলে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) তিনি জাতীয় দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে রীতিমতো জল্পনা চলছিল। তবে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য প্রকাশিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন রিঙ্কু (Rinku Singh)। এরপরই অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা বলেন, “এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে আমার নাম দেখার পর অনেকটাই উৎসাহিত হয়েছি। এক সময় মনে হচ্ছিল আমি বাদ পড়তে পারি। কিন্তু নির্বাচকরা আমার ওপর ভরসা রেখেছেন। এটাই আমাকে উদ্বুদ্ধ করতে সাহায্য করেছে। ইউপি টি-টোয়েন্টি লিগে আমি যে ইনিংসগুলো খেলছি সেগুলি আমরা আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করছে। আশা রাখি আমি আমার লক্ষ্যে পৌঁছাবই।”