ফাইনাল জিততে রিঙ্কু সিংয়ের উপর বাজি ধরবেন গৌতম গম্ভীর, চিপকে তুলবে রানের বৃষ্টি !! 1

প্রায় শেষ পথে চলে এসেছে চলতি আইপিএল (IPL 2024), বাঁকি রয়েছে আর মাত্র দুটি ম্যাচ। গতকাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করে ফাইনালে পৌঁছে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, ১২ বছর আগে চেপকে প্রথম আইপিএল শিরোপা জয় করে কলকাতা নাইট রাইডার্স, ১২ বছর পর আবার চিপকে ফাইনাল খেলবে নাইট বাহিনীরা।

রিংকুর উপর বাজি ধরবেন গম্ভীর

Rinku Singh, ipl 2024
Rinku Singh | Image: Getty Images

মেগা ফাইনালের উপর লক্ষ থাকবে গুরু গম্ভীরের (Gautam Gambhir)। মরশুম শুরুর আগে থেকেই দলের প্লেয়ারদের মেগা ফাইনালের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছিলেন গৌতম। ঠিক তেমনই তাকে আশাহত করলো না নাইট বাহিনী, গ্রুপ পর্যায়ে সর্বাধিক ৯টি ম্যাচে জয় পেয়েছিল নাইট’রা এবং প্লে-অফের মঞ্চে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একতরফা ভাবে জয়লাভ করে তারা বুঝিয়ে দিলো ট্রফি জয়ের জন্য কতটা আত্মবিশ্বাসী তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজেতা দলের বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে কলকাতা দলকে। ২০২১ সালের আইপিএলে তারা শেষবারের মতন ফাইনাল খেলেছিল, তবে চেন্নাইয়ের বিরুদ্ধে এই ফাইনালে পরাজিত হতে হয়েছিল KKR দলকে।

Read More: IPL 2024: ম্যাচের পরেই নাইটক্লাবে নাইটরা, নাচের ছন্দে জয় উদ্‌যাপন নারাইন-রাসেলদের !!

ফাইনালে বড়ো ইনিংস খেলতে চাইবেন রিংকু

Rinku Singh, ipl 2024
Rinku Singh | Image: Getty Images

এবার আসন্ন ফাইনাল জিততে এবার রিংকু সিংয়ের (Rinku Singh) উপর বাজি ধরতে চলেছেন গুরু গম্ভীর। চলতি মরশুমে ব্যাট হাতে তেমন কিছু ভালো পারফরমেন্স আসেনি রিংকুর ব্যাট থেকে। ১১ ইনিংস জুড়ে রিংকু মাত্র ১৮.৬৭ গড়ে ও ১৪৮.৬৭ স্ট্রাইক রেটে ১৬৮ রান বানাতেই সক্ষম হয়েছেন। এমনকি তার আইপিএলে এমন ফর্মের ব্যর্থতার জন্য তাকে বিশ্বকাপ দল থেকেও বাদ দিয়েছে বোর্ড কর্তারা। তবে, মেগা ফাইনালে রিংকুর উপর বাজি ধরবেন গম্ভীর, তিনি রিংকুকে দিতে চলেছেন টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ। ফাইনালে বারবার গম্ভীর দলের জন্য নানান সিদ্ধান্ত নিয়েছেন যা দলের পক্ষে লাভবান হয়েছে, ২০১২ সালের আইপিএল ফাইনালে তিনি ব্রেন্ডন ম্যাককুলামের মতন T20 স্পেশালিস্ট তারকাকে বসিয়ে ছিলেন এবং তার নেওয়া এই সিদ্ধান্তের জন্য ট্রফিও এসেছিল কলকাতার ঘরে। ঠিক তেমনই আগামী রবিবার ফাইনালে রিংকুর থেকে পারফরমেন্স করিয়ে নেবেন গম্ভীর। পাশাপশি, রিংকু চাইবেন দুর্দান্ত ইনিংস খেলে নির্বাচকদের মুখে ঝামা ঘষে দিতে।

READ ALSO: IPL 2024: অবসরের ঘোষণা দিয়েই কেঁদে ভাসালেন দীনেশ কার্তিক, দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারের হলো অবসান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *